বাংলারজমিন

সাভারে ৫ ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

২০২১-০১-২২

সাভারের হেমায়েতপুর এলাকায় যাত্রীবেশে বাসে ডাকাতির ঘটনায় জড়িত পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পিবিআই। এসময় তাদের হেফাজতে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই ঢাকা জেলা পুলিশের উপ-পরিদর্শক সালেহ ইমরান। এর আগে ভোরে মানিকগঞ্জের দৌলতপুর থানার দুর্গম চর বাঁচামারা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মানিকগঞ্জের দৌলতপুর থানার মো. সুমন মিয়া (২৫), মো. শরীফ মোল্লা (২০), মো. মুহিত শেখ (২২), মো. আলমগীর হোসেন (২৮), মো. রাজীব হোসেন (২১)।

পিবিআই সূত্রে জানা যায়, মাইদুল ইসলাম নামের এক ব্যক্তি গত ২৪শে জুলাই গ্রামের বাড়ি লালমনিরহাট যাওয়ার জন্য সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে একটি অফিস স্টাফ লেখা বাসে উঠেন। বাসে উঠার সঙ্গে সঙ্গে বাসে থাকা ডাকাত দলের সদস্যরা তার হাত-পা ও চোখ বেঁধে মারধর এবং ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা এবং বিকাশে থাকা টাকাসহ প্রায় ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে ঢাকা-আরিচা মহাসড়কের রিকু ফিলিং স্টেশনের বিপরীত পাশে ফেলে রেখে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মাইদুল ইসলাম একটি মামলা দায়ের করলে পিবিআই মামলার তদন্ত শুরু করে। পিবিআই ঢাকা জেলা পুলিশের উপ-পরিদর্শক সালেহ ইমরান বলেন, মামলাটি তদন্তের দায়িত্ব নিয়ে প্রথমে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার এবং ডাকাতির কাজে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতভর অভিযান পরিচালনার পর বৃহস্পতিবার ভোররাতে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরো চারজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status