পূর্বের ঘোষণা অনুযায়ী নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। তার নতুন দলের নাম, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। একই সঙ্গে দলীয় পতাকার আবরণ উন্মোচন করেন তিনি। আব্বাস সিদ্দিকী নতুন দল ঘোষণা করে বলেন, মুসলিম - দলিত - আদিবাসীদের স্বার্থে কাজ করবে এই দল। আপাতত দুই চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি এবং নাদিয়াকে কেন্দ্র করে কাজ শুরু করবে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। দলটি রাজনৈতিক সমঝোতা করতে রাজি যে কোনও দলের সঙ্গে, শুধু বিজেপি নয়। ইতিমধ্যে কংগ্রেস ও আসাউদ্দিন ওয়েসির দল মিম এর সঙ্গে তাদের কথাবার্তা এগিয়েছে বলে জানান আব্বাস সিদ্দিকী। তার ভাই নৌশাদ সিদ্দিকীকে তিনি দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেও নিজে ভোটে লড়বেন না বলে জানিয়েছেন তিনি। পঞ্চাশ থেকে ষাটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। আব্বাস সিদ্দিকী বলেন, আমি কিং হতে চাই না, কিংমেকার হবো।।
A. Rashid Mallick
২৫ জানুয়ারি ২০২১, সোমবার, ৯:৫২Every muslim must except abbas siddiqee.