শুভেন্দুর পথ ধরলেন রাজীব বন্দোপাধ্যায়, বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা
কলকাতা কথকতা
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা (১ মাস আগে) জানুয়ারি ২২, ২০২১, শুক্রবার, ২:১৮ অপরাহ্ন
তৃণমূল কংগ্রেসে ফের ইন্দ্রপতন। শুভেন্দু অধিকারীর পথ ধরেই পশ্চিম বাংলার বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে চারলাইনে তার ইস্তফাপত্রটি আজ বারোটা নাগাদ পাঠিয়ে দেন রাজীব। উল্লেখ্য, বিজেপিতে যোগদানের আগে শুভেন্দুও তার মন্ত্রীপদ ছেড়েছিলেন। রাজীব যে এইরকম কিছু করতে পারেন তার ইঙ্গিত কিছুদিন আগে থেকেই পাওয়া যাচ্ছিল। ইদানিং পরপর পাচটি মন্ত্রিসভার বৈঠকে তিনি গরহাজির ছিলেন। তথ্যাভিজ্ঞ মহল মনে করছে রাজীব বন্দোপাধ্যায় এর বিজেপিতে যোগদান এখন শুধু সময়ের অপেক্ষা।
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
shishir
২২ জানুয়ারি ২০২১, শুক্রবার, ৫:২১
মমতা নিজেই একটা দলছুট, আর এ দলের সবাই একই
এখানে আর্দশিক কোন বিষয় নেই। তাই কি বিজেপি আর কি?
shishir
২২ জানুয়ারি ২০২১, শুক্রবার, ৫:২১মমতা নিজেই একটা দলছুট, আর এ দলের সবাই একই এখানে আর্দশিক কোন বিষয় নেই। তাই কি বিজেপি আর কি?