× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

আপিলেও নিষেধাজ্ঞা বহাল মেসির

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২১, শনিবার

লিওনেল মেসির নিষেধাজ্ঞা বাতিলের জন্য আবেদন করে বার্সেলোনা। কিন্তু আবেদনে সাড়া দেয়নি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন প্রতিযোগিতা কমিটি। খবরটি নিশ্চিত করে বার্তা সংস্থা এএফপি।

নিষেধাজ্ঞা না ওঠায় আর্জেন্টাইন তারকা রোববার লা লিগার ম্যাচে দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন না। ইতিমধ্যে এক ম্যাচ খেলতে পারেনি মেসি। কোপা দেল রে’র সেই ম্যাচটিতে কর্নেয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পায় কাতালানরা।

স্প্যানিশ সুপার কোপার ফাইনালে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ৩-২ গোলের পরাজয়ে শিরোপা হারায় বার্সেলোনা। সেই ম্যাচের শেষ মুহূর্তে মেজাজ হারিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে চপেটাঘাত করেন বার্সা অধিনায়ক মেসি। ভিএআরের সাহায্য নিয়ে আর্জেন্টাইন তারকাকে লাল কার্ড দেখান রেফারি। অখেলোয়াড়সুলভ আচরণের জন্য দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় মেসিকে।

বার্সেলোনার ১৭ বছরের ক্যারিয়ারে মেসির এটি প্রথম লাল কার্ড।
ফুটবল ক্যারিয়ারে মোট তিনটি লাল কার্ড দেখেছেন তিনি। বাকি দু’টি জাতীয় দলের জার্সিতে।

রোববার রাতে লা লিগার ম্যাচে এলচের মুখোমুখি হবে বার্সেলোনা। ১৮ ম্যাচে ১০ জয় ৪ হার ও  ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতায় ৩য় স্থানে অবস্থান করছে বার্সেলোনা। ১৭ ম্যাচে ১৪ জয় ২ ড্র ও ১ হারে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে দুুইয়ে রিয়াল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর