মেগা মিলিয়নস লটারি কিনে এক বিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের এক ভাগ্যবান ব্যক্তি। শনিবার মেগা মিলিয়নস কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। লটারির বিজয়ী নাম্বারটি হচ্ছে ৪-২৬-৪২-৫০-৬০। তবে বিজয়ীর নাম এখনো প্রকাশ করা হয়নি। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে বলা হয়েছে, এটি মেগা মিলিয়নসের ইতিহাসের দ্বিতীয় মূল্যবান লটারি জয়। অপরদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি ৩য় সর্বোচ্চ। এখনো জয়ী ব্যক্তির পরিচয় জানা যায়নি।
তবে লটারির নিয়ম অনুযায়ী, তাকে অর্থ গ্রহণের ক্ষেত্রে তার পরিচয় প্রকাশ করতে হবে। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী তিনি একবারেও পুরো অর্থ নিতে পারেন আবার ২৯ কিস্তিতে ভাগ করেও নিতে পারেন। তাকে তার এই অর্থের ওপর বড় অংকের করও দিতে হবে সরকারকে।
abu kalam azad
২৪ জানুয়ারি ২০২১, রবিবার, ১১:২১অবশ্যই দিতে হবে