বাংলারজমিন
জয়পুরহাটে মানববন্ধন
জয়পুরহাট প্রতিনিধি
২০২১-০১-২৪
জয়পুরহাটের পুরানাপুল পারবাট্টা রেল ক্রসিংয়ে গেট ও গেটম্যান নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। গতকাল সকালে পারবাট্টা রেল ক্রসিং-এ আমরা পুরানাপুলবাসী ফেসবুক গ্রুপের উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে গ্রামের শতাধিক সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে এ সময় গেট নির্মাণ গেটম্যান নিয়োগের দাবিতে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, সাগর হোসেন, ফিরোজ হোসেন রাজ, মুজাহিদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, এটি বৃটিশ আমলের রেলগেট অথচ ১৯৭২ সালের পর এখানে গেট তুলে নেয়া হয়। বারবার দুর্ঘটনার কারণে জরুরি গেট নির্মাণের দাবি করেন তারা।