বিশ্বজমিন

দ. আফ্রিকায় ছড়িয়ে পড়া করোনার ধরণে আক্রান্ত ৭৭ বৃটিশ

মানবজমিন ডেস্ক

২০২১-০১-২৪

দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধরণ ধরা পড়েছে বৃটেনেও। এরইমধ্যে দেশটিতে শনাক্ত হয়েছে ৭৭ জন। এছাড়া, করোনার ব্রাজিলীয় ধরনটিতে আক্রান্ত ৯ জনকেও শনাক্ত করা হয়েছে দেশটিতে। রোববার বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ কথা জানান। দক্ষিণ আফ্রিকার ধরনটিতে আক্রান্ত সকলেই সম্প্রতি দেশটি সফর করেছিলেন কিংবা সফর করা কারো সং¯পর্শে এসেছিলেন। তাদেরকে নিবিরভাবে পর্যবেক্ষন করা হচ্ছে। বিবিসিকে হ্যানকক বলেন, নতুন ধরণের সংক্রমণ থামাতে আমরা কন্টাক্ট ট্রেসিং বাড়িয়েছি। সংক্রমণ থামাতে যা যা করা দরকার তাই করা হবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status