× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

জ্বালানি ও দামে সাশ্রয়ী ‘নতুন লিভো’ আনলো হোন্ডা

এক্সক্লুসিভ

অর্থনৈতিক রিপোর্টার
২৫ জানুয়ারি ২০২১, সোমবার

দেশের মোটর বাইকের বাজারে ১১০ সিসি মডেলের মধ্যে ‘সর্বাধুনিক সুবিধা’ নিয়ে লিভো সিরিজের নতুন বাইক বাজারজাতকরণ শুরু করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। নতুন এই বাইকটি জ্বালানি ও দামে সাশ্রয়ী। প্রতি লিটারে ৭৪ কিলোমিটার পর্যন্ত মাইলেজ যাওয়া যাবে। দুটি মডেলের মধ্যে লিভো ড্রাম ১ লাখ ৩,৯০০ টাকা এবং লিভো ডিস্ক ১ লাখ ৮,৯০০ টাকায় পাওয়া যাবে। লাল, নীল এবং গ্রে-এই তিন রঙে হোন্ডার সব শোরুমে পাওয়া যাচ্ছে। রোববার রাজধানীর একটি হোটেলে বাইকটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাতসুকি, বিক্রয় এবং বিপণন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নরেশ কুমার রতন। অনুষ্ঠানে নতুন লিভো মডেলের বৈশিষ্ট্য এবং সুবিধা নিয়ে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন বাংলাদেশ হোন্ডার মার্কেটিং বিভাগের প্রধান গিয়াস উদ্দিন সজীব।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের গ্রাহকের চাহিদার প্রতি খেয়াল রেখে লিভোর দুটি ভ্যারিয়েন্স বাজারে আনা হয়েছে। স্পোর্টি লুক এবং ডিজিটাল এনালগ মিটারের পাশাপাশি নতুন লিভোতে রয়েছে এনার্জিটিক ফ্রন্ট লুক এবং কার্ভাড ফুয়েল ট্যাংক। বাংলাদেশের রাস্তার অবস্থা অনুযায়ী হোন্ডা লিভোতে রয়েছে ১২৮৫ মিলিমিটার লম্বা হুইল বেইজ, ৫ স্টেপ এডজাস্টেবল রিয়ার সাস্পেন্সন, ক্লাস লিডিং ১৮০ মিমি উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং একটি আপরাইট হ্যান্ডেল পজিশন যা চালক এবং সহযাত্রীর চলাচলকে আরামদায়ক করবে। লিভোতে রয়েছে ডিস্ক ব্রেক এবং এইচইটি টায়ার প্রযুক্তি যা ব্রেকিং পারফরমেন্সকে উন্নত করে এবং চলাচলকে নিরাপদ করে। পাশাপাশি, প্রতিটি যাত্রাকে সহজ করবে সিলড চেইন, এমএফ ব্যাটারি, টিউবলেস টায়ার ও বায়ু শুদ্ধকরণ সুবিধা। সবকিছু নিয়ে ১১০ সিসি মডেলের বাইকের মধ্যে অর্ধলাখ কাস্টমারের কাছে ‘লিভো সেরা’। ব্যবস্থাপনা পরিচালক হিমিহিকো কাতসুকি বলেন, বাংলাদেশের উদীয়মান বাজারে সাশ্রয়ী মূল্যে আধুনিক বাইক এবং উদ্ভাবনী সেবা দেয়ার মাধ্যমে গ্রাহকের আস্থা ধরে রেখেছে হোন্ডা এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর