How soon this powerful police officer will be promoted to DIG of police ? Home Minister can tell only.
Justice is justice, we want to see, how justice will be done by judge ? একজন প্রশাসনিক কর্মকর্তা অন্য একজন কর্মকর্তাকে চিনতে পারেন নাই বলে বেয়াদব করেছেন, যা স্বীকার করেছে। একজন কর্মকর্তা যদি অন্য কর্মকর্তাকে চিনতে না পারেন তার ডিউটির সময়, তাহলে বুঝা যায় সে ছিল নেশা গ্রস্থ। তার প্রশাসনিক পদ থেকে তো নিজেরই ইস্তফা দেওয়া উচিত।
ডাক্তার আসার আগেই রোগী মারা গিয়েছিলেন, same
এই সব দুর্বিনীত public servant এর কারণে দেশে সরকার আর জীবন বাজি ধরে কঠিন পরিশ্রমকারী পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে প্রতি নিয়ত। ক্ষমা পেতে পেতে এদের দুশসাহস বেড়েই চলেছে। শাস্তি না পাবার সংস্কৃতি বন্ধ হওয়া দরকার। মাননীয় হাই কোর্ট বিষয়টি বিবেচনা করতে পারেন।
Why not you give three options to the honourable Judge as follows; 1- Stay quiet 2-Don’t ever think to call me here in the court 3-I will send all of them to Pakistan along with their court!
Azizul Dulal
২৫ জানুয়ারি ২০২১, সোমবার, ৮:২০পুলিশ নিয়ে মতামত! ঘৃণা হয়।