ঢাকা, ১ মার্চ ২০২১, সোমবার
ভিক্ষার ছলে যৌন হয়রানি, বৃদ্ধ গ্রেপ্তার
অনলাইন
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
(১ মাস আগে) জানুয়ারি ২৫, ২০২১, সোমবার, ৭:৩৫ অপরাহ্ন
রাজশাহীতে ভিক্ষা নেয়ার ছলে নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার ও আরডিএ মার্কেট এলাকায় যৌন হয়রানি করে বেড়ান এক বৃদ্ধ। ওই বৃদ্ধের কর্মকাণ্ড নিয়ে মুঠোফোনে ধারণ করা একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ তৎপর হয়ে উঠে। গত রোববার রাতে নগরীর পাঁচানী মাঠ এলাকা থেকে বুলু নামের ওই বৃদ্ধকে আটক করে বোয়ালিয়া পুলিশ। যৌন হয়রানির অভিযোগে দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত বৃদ্ধের নাম বুলু (৬২)। নগরীর পাঁচানী মাঠ এলাকায় তার দোতলা একটি বাসা আছে। তিনি নারীদের যৌন হয়রানি করার উদ্দেশ্যে ভিক্ষুক সাজেন। সম্প্রতি বৃদ্ধের ভিক্ষাবৃত্তির ছলে যৌন হয়রানির কৌশলগুলো সাইফুল ইসলাম দুলাল নামের এক যুবকের দৃষ্টিগোচর হলে গোপনে প্রায় ৬ মিনিটের একটি ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট দেন তিনি। গত রোববার সন্ধ্যার দিকে দেয়া ওই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এসময় ওই বৃদ্ধকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে অনেকেই কমেন্ট করতে থাকেন। ভিডিওতে দেখা গেছে, সাহেব বাজার এলাকায় ওই বৃদ্ধ কৌশলে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সব বয়সী নারীদের যৌন হয়রানি করছেন। না দেখার বাহানা করে হঠাৎ নারীদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিচ্ছেন। ভিডিও ক্লিপটি দিয়ে সাইফুল ইসলাম দুলাল নামের ওই যুবক তার ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘আজ (রোববার) দুপুর আনুমানিক পৌনে দুইটার দিকে রাজশাহীর সাহেববাজার এলাকায় এই বৃদ্ধ লোকটিকে আমি লক্ষ্য করি। লোকটি সাহায্যের জন্য মূলত মেয়ে/নারীদের কাছে যায় এবং তাদের শরীরে স্পর্শ করে এমনভাবে যেন সে অজ্ঞাতসারে বা ভুল করে করে ফেলেছে। সন্দেহ হওয়ায় তার পিছু নিই এবং একই জঘন্য কাজ সবার সঙ্গে করছে দেখা যায়। লোকটি বয়স্ক, না বুঝে করেছে ভেবে অনেকেই এড়িয়ে যাচ্ছে।’ ‘কিন্তু সজ্ঞানে এবং কুৎসিত লক্ষ্য নিয়েই এই কাজ করছে তা সুস্পষ্ট। তার আসল উদ্দেশ্য জানার জন্যই আমি মুঠোফোনে ভিডিও ধারণ করতে থাকি কিন্তু কোনো রকম ব্যবস্থা গ্রহণের পূর্বেই ভিড়ের মধ্যে হারিয়ে ফেলি। এই লোক এবং এরকম আরো যারা আছে তাদের হতে সকলকে সাবধান হতে হবে এবং তাদের যত দ্রুত সম্ভব প্রশাসনের (আইনের) আওতায় আনার অনুরোধ জানাই। তা না হলে রোজই রাস্তায় নারীরা হেনস্তার শিকার হতে থাকবে।’ বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ভিডিও দেখে ওই বৃদ্ধকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। যারা তার যৌন হয়রানির শিকার হয়েছেন তাদের মধ্যে থেকে একজন মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওসি আরো বলেন, প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে তিনি সচ্ছল। তবে বৃদ্ধ। হাঁটতে চলতে অন্যকে ধরেন। মানসিক প্রতিবন্ধিতার কোনো তথ্য মেলেনি। স্ত্রীসহ তার দুই সন্তান রয়েছে।
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
‘মুশতাকের মৃত্যু রাষ্ট্রীয় হত্যাকাণ্ড’
অনলাইন
তারেকের বিরুদ্ধে মামলা
অনলাইন
মেডিকেল ও ই-বর্জ্য ব্যবস্থাপনায় জিরো টলারেন্স নীতি অনুসরণের পরামর্শ
অনলাইন
সুইস ব্যাংকে কার কত টাকা, তালিকা চান হাইকোর্ট
অনলাইন
এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি কমতে পারে ২১ হাজার কোটি টাকা
অনলাইন
বিরোধী দলকে দমন করতে সরকার পুলিশকে ব্যবহার করছে: সৈয়দ ইবরাহিম
অনলাইন
টিকা নিয়েছেন ৩১ লাখের কিছু বেশি মানুষ
অনলাইন
‘পুলিশি হামলা’র প্রতিবাদে সোমবার ছাত্রদলের সমাবেশ
অনলাইন
পদোন্নতি পাচ্ছেন না ২৫০ চিকিৎসক
অনলাইন
প্রাইভেট মেডিকেলে চিকিৎসা ব্যয় সরকার কর্তৃক নির্ধারণ করে দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আর অংশ নেবে না বিএনপি
অনলাইন
আনুশকার শরীরে সেক্স টয় ব্যবহার করা হয়েছিল
অনলাইন
সি ভোটারের সমীক্ষায় তৃণমূল কংগ্রেস এগিয়ে, পছন্দের মুখ্যমন্ত্রী মমতা
অনলাইন
পোপের শেষ ইচ্ছা
অনলাইন
২৪ ঘণ্টায় করোনায় আরো ৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৫
অনলাইন
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদ থেকে অব্যাহতি চেয়েছেন খোকন
অনলাইন
সৈয়দপুরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১
অনলাইন
স্বাধীনতার জন্য লড়েছি, মুখ বন্ধ করতে নয়: আইরিন খান
অনলাইন
খুলনায় ওষুধ ব্যবসায়ী হত্যা, ৫ জনের যাবজ্জীবন
অনলাইন
ফতুল্লায় চার শ্রমিক হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
অনলাইন
সুইস ব্যাংকেসহ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হাইকোর্টের রুল
অনলাইন
কেন্দ্রে হট্টগোল করায় ৩ কাউন্সিলর আটক
অনলাইন
‘তদন্তের মাধ্যমে লেখক মুশতাকের মৃত্যু রহস্য উন্মোচিত হবে’
অনলাইন
- বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবি
অনলাইন
কার্টুনিস্ট কিশোরের রিমান্ড নামঞ্জুর
অনলাইন
চীনকে ভয় পান মোদি, ভারতের বিশেষ কৌশলী অঞ্চলে থাবা বসিয়েছে চীন: রাহুল গান্ধী
অনলাইন
প্রেসক্লাবের সামনে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ (ভিডিও)
অনলাইন
বিরোধীরাও এখন নৈকট্য চায়
অনলাইন
বগুড়ায় ভোটারদের দীর্ঘ লাইন
অনলাইন
কালীগঞ্জে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
অনলাইন
সহিংসতার আশঙ্কায় সরে দাঁড়ালেন নৌকার প্রার্থী
অনলাইন
একজন জীবিত ও আরেকজনকে মৃত উদ্ধার, আটক ৭
অনলাইন
লোহাগাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
অনলাইন
সভাপতিসহ ১১ পদে বিএনপি সমর্থিত প্যানেল জয়ী
অনলাইন
পঞ্চম ধাপে ২৯ পৌরসভায় ভোটগ্রহণ শুরু
অনলাইন
চ্যানেল আই অ্যাওয়ার্ড পেলো ইভ্যালি
অনলাইন
আইসিএমএবি সিলভার অ্যাওয়ার্ড বিজয়ী হলো ম্যারিকো
অনলাইন
যুক্তরাষ্ট্রের খাসোগি ব্যান: যেকোন দেশে বিরোধীমত দমনে জড়িত ব্যক্তি-পরিবারের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ
অনলাইন
কারওয়ান বাজারে হাসিনা মার্কেটে অগ্নিকাণ্ড (ভিডিও)
অনলাইন
কড়াইলে সৎ বাবার পাশবিক নির্যাতনে শিশুর মৃত্যু
অনলাইন
Sarwar
২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৯:০৩আমি তাকে ঠিক ধিক্কার জানাইনা কারণ আমার মনে হয় লোকটা মানসিক বিকারগস্ত। সে জানেই না আসলে তার অসভ্যতা কতটা ভয়াবহ। এসব লোকদের মানসিক চিকিৎসা প্রয়োজন এবং এদেরকে রোগী হিসেবে বিবেচনা করতে অনুরোধ করছি।