× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলারজমিন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার

হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে পুনরুদ্ধার করতে ও মাদকের থাবা থেকে যুব সমাজকে দূরে রাখতে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের মনোহরা গ্রামের চেয়ারম্যান বটতলায় ২ দিনব্যাপী ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল বিকালে দ্বিতীয় দিনের মতো চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম। এ খেলাকে ঘিরে এলাকায় বইছে উৎসবের আমেজ।
দুর্গানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মনোহরা গ্রামবাসীর আয়োজনে গত রোববার ২ দিনব্যাপী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আফছার আলী। এ উপলক্ষে হা-ডু-ডু খেলা, লাঠিবাড়ি খেলা, বাউল গান ও পৌষ মেলার আয়োজন করা হয়।
আয়োজক কমিটির সভাপতি স্থানীয় চেয়ারম্যান আফছার আলী জানান, ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রায় ২০ থেকে ২২ জোড়া ঘোড়ার আগমন ঘটে। সিরাজগঞ্জসহ পার্শ্ববর্তী জেলা পাবনা, নাটোর বগুড়া থেকে এসেও ঘোড়ার মালিকেরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ঘোড়া দৌড়কে কেন্দ্র করে গ্রামীণ ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা, লাঠিবাড়ি খেলা, বাউল গান ও পৌষ মেলার উৎসব চলছে।
এলাকার প্রতিটি পরিবারে দূর-দূরান্ত থেকে এসেছে তাদের স্বজনেরা এ মেলায় অংশ নিতে। কারো ভাই, কারো বোন, কারো বা নিকটতম স্বজনেরা মেলা উপলক্ষে এসে পরিবারে জমিয়েছে বাড়তি আমেজ।
খেলা দেখতে আসা দর্শক রফিক জানান- আগের দিনে বিভিন্ন জায়গায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। এখন আর সচরাচর দেখা যায় না। তাই এ খেলাকে ঘিরে প্রচুর দর্শকের আগমন ঘটেছে।
নাটোর থেকে আসা ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়া খেলোয়াড় আসলাম জানান, মানুষকে আনন্দ ও বিনোদন দেয়ার উদ্দেশ্যেই তারা এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখিয়ে থাকেন। উত্তরবঙ্গের যেখানেই এ খেলা অনুষ্ঠিত হয় সেখানেই অংশ নেন বলে সে জানান।   
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান, তীব্র শীত ও কুয়াশাকে উপেক্ষা করে আয়োজিত ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রচুর দর্শকের আগমন ঘটেছে। এ উপলক্ষে গ্রামে বসেছে পৌষ মেলা। এলাকার পাড়ায় পাড়ায় নারী, পুরুষ, হিন্দু-মুসলিম সকলের মধ্যে আনন্দের সাজ সাজ রব বইছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর