× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আজমিরীগঞ্জ পাবলিক লাইব্রেরি দু’যুগে সংস্কার হয়নি

বাংলারজমিন

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার

আজমিরীগঞ্জ উপজেলার সদরে অবস্থিত পাবলিক লাইব্রেরিটি দীর্ঘ ২ যুগেও কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরে ইউনিয়ন পরিষদ অফিস ও খাদ্য গুদাম সংলগ্ন প্রায় দেড় একর জায়গার সীমানা নিয়ে ১৯৮৫ সালে তৎকালীন সরকার ওই উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান পরিচালনা করার জন্য পাবলিক লাইব্রেরিটি নির্মাণ কাজ শুরু করেন। পরের বছর তৎকালীন হবিগঞ্জ জেলা প্রশাসক মো. হেদায়েতুল ইসলাম চৌধুরী পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন। তারপর থেকেই নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে তাদের সভা সমাবেশ করে আসছিল। উপজেলার একমাত্র পাবলিক লাইব্রেরিটি কয়েক বছরে চালের টিন ও লাইব্রেরির আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। ফলে কোন রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠান করতে পারেনি কোন রাজনৈতিক দল। সরজমিনে লাইব্রেরিতে দেখা যায়, বট গাছে ঘিরে রেখেছেন পুরো বিল্ডিং। নেই কোন আসবাবপত্র বা ঘরের টিন।
এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতি মাসুদ পারভেজ মানবজমিনকে জানান, পাবলিক লাইব্রেরিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ সব দলের বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান বা কমিটি গঠন করা হতো। দীর্ঘ ২২-২৩ বছর ধরে অনুষ্ঠান করার অনুপযোগী হয়ে পড়ছে লাইব্রেরিটি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান জানান, আমি শুনেছি একটি পাবলিক লাইব্রেরি আছে। তবে এতদিন ধরে কেন সংস্কারের কাজ হয়নি বলতে পারি না, আমি এখন দেখি চেষ্টা করে কি করা যায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর