অনলাইন
লঞ্চ শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
অনলাইন ডেস্ক
২০২১-০১-২৬
দুই মাস্টারের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর জেরে আকস্মিক ডাকা লঞ্চ ধর্মঘট আট ঘণ্টা পর প্রত্যাহার করেছে শ্রমিকরা। সোমবার সন্ধ্যার পর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিকরা। এর আগে বেলা দুইটার দিকে ধর্মঘট শুরু করেন নৌযান শ্রমিকেরা।
জানা গেছে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ারচর এলাকায় এমভি অ্যাডভেঞ্চার-১ এর সঙ্গে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মেরিন আদালতে একটি মামলা করা হয়। পরবর্তীকালে চলতি বছরের ২৫ জানুয়ারি (সোমবার) মামলার মেরিন আদালতের বিচারক ওই লঞ্চের দুই মাস্টারকে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার প্রতিবাদে নৌযান শ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন।
জানা গেছে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ারচর এলাকায় এমভি অ্যাডভেঞ্চার-১ এর সঙ্গে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মেরিন আদালতে একটি মামলা করা হয়। পরবর্তীকালে চলতি বছরের ২৫ জানুয়ারি (সোমবার) মামলার মেরিন আদালতের বিচারক ওই লঞ্চের দুই মাস্টারকে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার প্রতিবাদে নৌযান শ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন।