খেলা

টি-টেন লীগে খেলতে দুবাইয়ে আফিফ-মেহেদি

স্পোর্টস রিপোর্টার

২০২১-০১-২৬

ছাড়পত্র মিলেছিল আগেই। অপেক্ষায় ছিলেন দুবাইয়ের বিমান ধরার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকায় বিলম্বিত হচ্ছিল আফিফ হোসেন ও মেহেদি হাসানের টি-টেন লীগ যাত্রা। সোমবার শেষ ওয়ানডের একাদশে সুযোগ হয়নি দু’জনের কারোরই। ম্যাচ শেষ হতেই দুই তরুণ ক্রিকেটার ধরলেন দুবাইয়ের বিমান। চট্টগ্রাম থেকে সোমবার মধ্যরাতে দুবাইয়ে পৌঁছেছেন তারা। টি-টেন লীগে বাংলা টাইগার্স দলের আইকন আফিফ। একই দলে খেলবেন মেহেদিও।

মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলার জন্য আগেই দুবাইয়ে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও মুক্তার আলী। এছাড়া পুনে ডেভিলসের হয়ে খেলবেন নাসির হোসেন। এই আসরে খেলার কথা ছিল তাসকিন আহমেদেরও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলের প্রাথমিক স্কোয়াডে থাকায় টি-টেন লীগের ছাড়পত্র পাননি তাসকিন। টি-টেন লীগের চতুর্থ আসর মাঠে গড়াবে বৃহস্পতিবার। আট দলের এই আসরের ফাইনাল ৬ই ফেব্রুয়ারি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status