× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

১৭ কর্মকর্তা ও ৩ প্রতিষ্ঠানকে ডব্লিউসিও সম্মাননা দিল এনবিআর

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৩ বছর আগে) জানুয়ারি ২৬, ২০২১, মঙ্গলবার, ৪:২৪ অপরাহ্ন

করোনাকালে দেশের আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখা এবং অভ্যন্তরীণ সাপ্লাই চেইনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৭ কর্মকর্তা এবং তিনটি প্রতিষ্ঠানকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এনবিআর চেয়ারম্যান এ সম্মাননা স্মারক প্রদান করেন।

সম্মাননা পাওয়া কর্মকর্তারা হলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেট, ঢাকা-২, এবং ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান, ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন, শুল্ক গোয়েন্দার অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ নেয়াজুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব এ কে এম নুরুল হুদা আজাদ, জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট এ. কে. এম. জাহিদ হোসেন, ঢাকা উত্তর কমিশনারেটের ডেপুটি কমিশনার এবিলিন সাংমা, সিলেট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা মো সামসাদ হোসেন, ঢাকা কাস্টমস হাউসের সহকারি রাজস্ব কর্মকর্তা মো শফিকুল ইসলাম, আইসিডি কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইয়াকুত জাহিদ ও চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা আতিকুর রহমান।

এছাড়া করোনাকালীন দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণকারী সম্মাননা পাওয়া আরো ৭ কর্মকর্তা হলেন- রাজশাহী কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা প্রয়াত মো ইদ্রিস আলী মণ্ডল, ঢাকা কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা প্রয়াত মো খোরশেদ আলম, রংপুর কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা প্রয়াত রহমত আলী, চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা প্রয়াত জসিম উদ্দিন মজুমদার, ঢাকা দক্ষিণ কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা প্রয়াত আনোয়ার জাবেদ, ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা প্রয়াত মো কবির হোসেন সিকদার ও মোংলা কাস্টমস হাউসের কর্মকর্তা প্রয়াত মো কায়কোবাদ সুকানী।
সম্মাননা পাওয়া তিন প্রতিষ্ঠানটি হলো- চট্টগ্রাম কাস্টমস হাউজ, ঢাকা কাস্টমস হাউজ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর