ঠিকই বলছে!!!! তবে এমন দেশ থেকেও বিরত খাকা উচিৎ জেই দেশের প্রশাসনিক ভবনও সন্ত্রাসিদের থেকে নিরাপদ না এবং যে দেশের কভিড১৯ এ মৃত্যু সবচেয়ে বেশি।।।। তবে এটা ঠিক বাংলাদেশ এ গুম, অপহরন ওপেন সিক্রেট
পাকিস্তান ও আফগানিস্তানের মুসলিম জঙ্গি গোষ্ঠীর আতুরঘর হিসাবে বিশ্বের বিখ্যাত।
ভবিষ্যতের জন্য দূসংবাদ। ব্যবসায়ীরা আসবে না। ধর্মীয় মৌলবাদীদের সাথে আপোষ সমঝোতা করে সরকার দেশের বারোটা বাজিয়ে দিয়েছে।
পৃথিবীর সবচেয়ে বড় রাস্ট্রীয়ভাবে মিথ্যাবাদী দেশ হচ্ছে আমেরিকা ও ভারত। এদের সকল স্টেটমেন্ট তাদের মনগড়া। তাদের মিডিয়া রিপোর্ট একই মিথ্যাচার। এই দেশ দুটি বেঁচে থাকা শ্রেয়।
ভারত সরকারেরও উচিত অনুরূপ নিষেদ জারি করা যেন তাদের নাগরিক বাংলাদেশ ভ্রমণে না আসেন।
Khub valo....
ভারত কিভাবে বিদেশী ভ্রমনকারীদের জন্য নিরাপদ যেখানে প্রতি মিনিটে একাধিক নারী ধর্ষিত হচ্ছে। ভারত বিশ্বে সর্বোচ্চ নারী ধর্ষনের দেশ। অথচ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হস্তক্ষেপে অনিরাপদ দেশের তালিকায় ভারতকে অন্তর্ভূক্ত করা থেকে বাইদেন প্রশাসন বিরত থেকেছে। এর থেকে কমলা হ্যারিসের ভারত ঘেষা নীতিরই প্রতিফলন দেখা যাচ্ছে।
"অপরাধ, সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকি থাকায়" ... সবাই জানে বাংলাদেশে এখন অপহরণ কারা করে, সাধারণ মানুষ তো বটেই- অনেক বাংলাদেশী বংশোদ্ভুত বিদেশী নাগরিক বাংলাদেশে বেড়াতে এসে ওদের হাতে অপহৃত হয়েছে।
SM Aminul Islam Hira
২৭ জানুয়ারি ২০২১, বুধবার, ১০:৫৬কি আর বলবো।