× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বন্ধ হলো হকির ক্যাম্প / লীগের জটিলতা কাটছে না

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৭ জানুয়ারি ২০২১, বুধবার

আকস্মিকভাবে গত শুক্রবার এশিয়ান হকি ফেডারেশন দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি স্থগিত করে। বাধ্য হয়ে ক্যাম্পও স্থগিত করে বাংলাদেশ হকি ফেডারেশন। শুক্রবার এশিয়ান হকি ফেডারেশন ওয়েবসাইটে টুর্নামেন্ট স্থগিতের ব্যাপারে প্রকাশ করলেও বাংলাদেশ হকি ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জেনেছে রোববার। তাই সোমবার পর্যন্ত অনুশীলন করেছিলেন জিমিরা। সোমবার বাংলাদেশ হকি ফেডারেশন ক্যাম্প বন্ধের সিদ্ধান্ত নেয়। গতকাল সকালে ক্যাম্প ছাড়েন খেলোয়াড়রা। বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ বলেন,‘ স্থগিত টুর্নামেন্ট হয়তো সেপ্টেম্বর-অক্টোবর হবে। এতদিন ক্যাম্প চালানো সম্ভব নয়।
ফলে আমরা ক্যাম্প স্থগিত করেছি। খেলোয়াড়রা কেউ বাড়িতে, কেউ সার্ভিসেস বাহিনীর ক্যাম্পে যোগদান করবে।’ বাংলাদেশ হকি ফেডারেশনের পরবর্তী সূচি নিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘ফেব্রুয়ারিতে আমরা শহীদ স্মৃতি টুর্নামেন্ট করব। এপ্রিলের আগে একটি নারী হকি টুর্নামেন্টেরও পরিকল্পনা আছে।’
১-১০ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। বাংলাদেশ গেমসে হকিতে পুরুষ ও নারী দুই ইভেন্টেই থাকবে। বাংলাদেশ গেমস নিয়ে ইউসুফ বলেন, ‘নারী ইভেন্টে আমাদের ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ছয়টি দল শুধু জেলা ভিত্তিক হবে। পুরুষদের অংশ নেবে ১২টি দল। এর মধ্যে জেলা ও সার্ভিসেস
বাহিনী অন্তর্ভূক্ত থাকবে।’ বাংলাদেশের হকিতে সাম্প্রতিক সময়ে স্কুল, নারী এবং বয়সভিত্তিকসহ বিভিন্ন আসর হলেও লীগ হচ্ছে না প্রায় তিন বছর। ক্লাবগুলোর অভ্যন্তরীন সমস্যায় বলি হচ্ছেন খেলোয়াড়রা। লীগ আয়োজন  নিয়ে ইউসুফ বলেন, ‘আমরা চেষ্টা করছি লীগ আয়োজনের। সামনে লীগ কমিটির সভা আহ্বানের চেষ্টা করব। সামগ্রিক বিবেচনায় ঈদের আগে হয়তো দলবদল করা সম্ভব হবে না।’ ২০১৮ সালে সর্বশেষ প্রিমিয়ার হকি লীগ অনুষ্ঠিত হয়েছিল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর