× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বার্কোসের বিষয়ে ইতিবাচক বসুন্ধরা কিংস

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৭ জানুয়ারি ২০২১, বুধবার

এএফসি কাপে বসুন্ধরা কিংসের হয়ে হ্যাটট্রিকসহ চার  গোল করেছিলেন হার্নান বার্কোস। মালদ্বীপের স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে ওই একটি ম্যাচই কিংসের জার্সিতে খেলেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সাবেক এই সতীর্থ। করোনা ভাইরাসের প্রভাবে এএফসি কাপ বাতিল হওয়াতে এরপর আর তার ঢাকায় খেলা হয়নি। বসুন্ধরা কিংস ছেড়ে ইতালির চতুর্থ বিভাগের ক্লাব এফসি মেসিনোতে যোগ দিয়েছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। অবশ্য সেখানে কোনও ম্যাচ না খেলেই সম্পর্ক ছিন্ন হয় তার। এখন আবারো বাংলাদেশে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন বার্কোস। খেলতে চান পুরনো ক্লাব বসুন্ধরাতেই।

গত বছরের ডিসেম্বর পর্যন্ত বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি ছিল বার্কোসের। কিন্তু পারিবারিক কারণে গত অক্টোবরে বসুন্ধরা ছাড়তে হয়েছে আর্জেন্টাইন স্ট্রাইকারকে।
নতুন করে বাংলাদেশে খেলার আগ্রহের কথা জানিয়ে সংবাদ মাধ্যমকে বার্কোস বলেন, ‘বাংলাদেশে আবারো খেলতে চাই আমি, বসুন্ধরা কিংসে। দ্বিতীয় পর্ব কিংবা এএফসি কাপে হলেও। এখন আমি মুক্ত আছি। ইতালির ক্লাবটিতে নেই। সেই ক্লাবটি আমার পছন্দ হয়নি। তাই ছেড়ে দিয়েছি। ওখানে কোনও ম্যাচ খেলতে পারিনি।’ বার্কোসেকে নিতে আগ্রহী বসুন্ধরা কিংসও। তার মতো স্কোরার যে কোন দলেরর জন্য বাড়তি পাওয়া জানিয়ে বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু বলেন, ‘বার্কোস আমাদের সঙ্গে এখনো যোগাযোগ করেনি। সে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আমরা তার বিষয়ে ভেবে দেখবো।’ বার্কোসের জায়গায় বসুন্ধরা তার স্বদেশি রাউল বেসেরাকে নিয়েছে। আগামী এপ্রিলে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে কিংসের। এছাড়া রয়েছে লীগের দ্বিতীয় পর্ব। তাই নতুন করে ঢাকার ফুটবলে বার্কোসকে দেখতে পেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর