× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

নিজেকে বদলে প্রস্তুত রাব্বি

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৭ জানুয়ারি ২০২১, বুধবার

ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়ে ওয়েস্ট ইন্ডিজ এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে টাইগারদের। যার প্রথমটি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৩রা ফেব্রুয়ারি মাঠে গড়াবে টেস্ট। তার আগে ২৮শে জানুয়ারি থেকে ৩ দিনের প্রস্তুতি ম্যাচ। গতকাল থেকেই টেস্ট ও প্রস্তুতি ম্যাচের স্কোয়াড সাগরিকায় অনুশীলন শুরু করেছে। চট্টগ্রামের তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি দারুণ আত্মবিশ্বাসী টেস্ট একাদশে সুযোগ পেলে দারুণ কিছু করার জন্য। তার জন্য আবশ্য এই তরুণ নিজের মানসিকতাই বদলে ফেলেছেন। আগে কোনো ইনিংসে ভালো করতে না পারলে মন খারাপ হত।
তা নিয়ে ভাবনা চিন্তাও চলতো ভীষণ ভাবে। সেই কারণে মানসিক চাপও অনুভব করতেন। এর প্রভাবও পড়তো পারফরম্যান্সে। এবার নিজেকে বদলে প্রস্তুত চট্টলার এই ব্যাটসম্যান। রাব্বি বলেন, ‘গত এক বছর ধরে যে জিনিসটা বেশি উন্নতি হয়েছে তা হচ্ছে মানসিক দৃঢ়তা। আগে দেখা যেত একটা দুইটা ইনিংস খারাপ খেললে বা খারাপ সময় আসলে ভেঙে পড়তাম। এখন আল্লাহর রহমতে ওই রকম না। এখন আমি জানি; যদি কষ্ট করি ভালো সময়ে ফেরা অসম্ভব নয়। আমি বলব মানসিকভাবে এই জিনিসটা অনেক উন্নতি হয়েছে।’ এছাড়াও তার অপেক্ষার রোমাঞ্চও ডানা মেলেছে। সুযোগের অপেক্ষায় থাকা এই তরুণ বলেন, ‘আমার বেড়ে ওঠা তামিম ভাই, সাকিব ভাইদের খেলা দেখে। ক্যাম্প শুরুর প্রথম দিন থেকেই রোমাঞ্চিত ছিলাম। কারণ আমি আগে কখনও সাকিব ভাই, মুশফিক ভাই, তামিম ভাই, রিয়াদ ভাইদের সবাইকে এক সঙ্গে পাইনি।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর