× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলাদেশ গেমসে ঢাকার বাইরে সাত ভেন্যু

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসকে শুধু রাজধানীকেন্দ্রিক না রেখে জেলা পর্যায়ে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে অনেক ফেডারেশন। ঢাকার বাইরে কয়েকটি ডিসিপ্লিনের ভেন্যু নিশ্চিত হয়েছে এরইমধ্যে। ভলিবল নড়াইলে, ভারত্তোলন ময়মনসিংহে, টেনিস রাজশাহী, রাগবি রংপুর, কারাতে বান্দরবান, পুরুষ ক্রিকেট সিলেট, মহিলা ক্রিকেট কক্সবাজারে আয়োজন করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু নড়াইল জেলা ক্রীড়া সংস্থারও সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ভলিবল ডিসিপ্লিন নড়াইলে হওয়ায় খুব ভালো হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনূর বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর নামে বাংলাদেশ গেমস ঢাকার বাইরেও ছড়িয়ে দিতে চাই। ফেডারেশনগুলো আমাদের অনেক সহায়তা করছে।
ঢাকার বাইরে অনেক ভেন্যু হচ্ছে। ’
আরচারি ফেডারেশন টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে বঙ্গবন্ধু গেমস আয়োজনের পরিকল্পনা করলেও ভলিবল, ভারত্তোলনের মতো তারাও এখন ঢাকার বাইরে করার কথা ভাবছে। আরচারি ফেডারেশন সূত্রে জানা গেছে, টঙ্গীর পরিবর্তে আরচারি এখন কুয়াকাটায় হতে পারে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উর্ধ্বতন কর্তৃপক্ষ খুব দ্রুতই এটি চূড়ান্ত করবে। আগামী এপ্রিলে শুরু হবে বাংলাদেশ গেমস। ‘বাংলাদেশের অলিম্পিক’ খ্যাত দেশের সর্ববৃহৎ ক্রীড়া আসর বাংলাদেশ গেমসের যাত্রা শুরু ১৯৭৮-এ। সর্বশেষ আসর হয়েছিল ২০১৩ সালে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর