× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

আরচারির জন্য বিকল্প ভেন্যু দেখছে সরকার

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার

হঠাৎ করেই টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামকে প্রিমিয়ার লীগ ফুটবলের ভেন্যু ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আরচারি ফেডারেশনের এই মাঠকে ফুটবলের জন্য বরাদ্দও দিয়ে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই সমস্যা সমাধানে আরচারির জন্য বিকল্প ভেন্যু করার কথা বলছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গতকাল প্রিমিয়ার ফুটবল লীগে আরামবাগের হোম ভেন্যু শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম উদ্বোধন করার সময় এ বিষয়ে  তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরচারির ভেন্যু হিসেবে ভিন্ন জায়গা দেখতে বলেছেন। ইতিমধ্যে আরচারির জন্য ন্যাশনাল পার্ক বা অন্য এলাকায় জায়গা দিতে বলেছেন তিনি। আমরা ফেডারেশনকেও বলেছি এই স্টেডিয়ামের পাশাপাশি নতুন একটা জায়গা দেখতে। যেহেতু বন জঙ্গলের সঙ্গে আরচারির একটা সম্পর্ক রযেছে। সেরকম জায়গা যদি পাওয়া যায়, সেখানে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে।
এই মাঠটি আরচারির বাইরে যাচ্ছে এমন কোনো সিদ্ধান্ত এখনও নেইনি। আর আপাতত নিবো না। কারণ আরচারি আমাদের অনেক কিছু দিয়েছে।’ আরচারি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য এনেছে অনেক। টোকিও অলিম্পিক নিশ্চিত করেছেন আরচার  রোমান সানা। দীর্ঘদিন আরচাররা টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়ামে অনুশীলন করছিলেন। হঠাৎ প্রিমিয়ার লীগের ভেন্যু করায় আরচাররা খানিকটা অসন্তুষ্ট। নানা জলঘোলার পর এই মাঠে গতকাল হয়েছে বিপিএলের প্রথম ম্যাচ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘্থআরচারির জন্য বিকল্প ব্যবস্থা না করে এই মাঠ কোনোভাবেই  বাতিল করা হবে না। আরচারির মাঠ এখানে আছে, থাকবে। সপ্তাহে সাতদিনে তাদের একদিন বন্ধ থাকে, ওইদিন এখানে ফুটবল হবে। এটা সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ও লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমি শুধু এটুকুই বলবো, খেলার জন্য মাঠ কিন্তু সবার। আরচারি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে। আমি মনে করি তাদের জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর