× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

দৌছড়ি ইউপি নির্বাচন- / মনোনয়ন লড়াইয়ে আলোচনায় যারা

বাংলারজমিন

নুরুল কবির, বান্দরবান থেকে
২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার

আগামী ২২শে মার্চ থেকে ৪ঠা জুন পর্যন্ত ৪ হাজার ২৭৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন ৬ ধাপে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্বাচন কমিশন সম্ভাব্য তফসিল ঘোষণা করেছে। সেই ঘোষণা অনুসারে নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম দৌছড়িতে সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা পাড়া-মহল্লায় গিয়ে দোয়া ও সমর্থন আদায়ের প্রতিযোগিতায় নেমেছে। সম্প্রতি করোনাকালে বর্তমান চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং মেম্বার পদে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা অনেকেই করোনায় স্বল্প আয়ের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সুবাদে বর্তমানে দল বেঁধে প্রার্থীগণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় ও খোঁজখবর নিয়ে ছোট ছোট গণসংযোগ চালাচ্ছেন। এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মোবাইলেও তারা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে সংশ্লিষ্ট ইউনিয়নে তফসিল ঘোষণার আগে থেকেই দৌছড়ি ইউনিয়নে বিরাজ করছে নির্বাচনী আমেজ।
সম্প্রতি নির্বাচন কমিশন ২২শে মার্চ থেকে ইউপি নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে সীমান্তবর্তী এ ইউনিয়নের বিভিন্ন এলাকায়, চায়ের দোকান, মুদি দোকান, রাস্তা-ঘাটসহ বিভিন্নস্থানে চলছে আলোচনা আর সমালোচনা। এসব আলোচনার ফাঁকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাদের পরিবারের সদস্যরাও।
তবে আলোচনায় চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য ও পুুুরুষ সদস্য পদের সম্ভাব্য প্রার্থীদের চাইতে প্রাধান্য পাচ্ছে ক্ষমতাসীন দলের দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন নিয়ে।
বর্তমানে সীমান্তবর্তী এই ইউনিয়নজুড়ে আলোচনা একটাইÑ এবার দৌছড়ি ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে কে হবেন নৌকার মাঝি। তাছাড়া আলোচনা হচ্ছেÑ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান ও বর্তমান চেয়ারম্যান আলহাজ হাবিবউল্লাহ’র মাঝে কার জনপ্রিয়তা বেশি? কাকে মনোনয়ন দিলে ভালো হবে? কার মনোনয়নে জয়ের সম্ভাবনা বেশি? এসব বিষয়ে উপজেলায় চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে, দলীয় মনোনয়ন পেতে দু’জনই তাকিয়ে আছেন উপজেলা ও জেলার নেতাদের দিকে। অধীর আগ্রহে তারা অপেক্ষায় আছেন কেন্দ্রীয় ঘোষণার জন্য। আবার তারা কেন্দ্রীয় বা উপজেলা ও জেলা নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে লবিং করছেন। নিজের অবস্থান তুলে ধরে তাদের মন জয়ের চেষ্টাও করছেন। দৌছড়ি ইউনিয়নে গতবার নৌকা নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়া বর্তমান চেয়ারম্যান আলহাজ মো. হাবিবউল্লাহ। তিনি বলেন, মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টিতে দৌছড়ি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিগত ২৮ বছর চেয়ারম্যান। তাই দৌছড়ির মাটি ও মানুষের সঙ্গে মিশে আছি। জনপ্রিয়তাসহ সবকিছু যাচাই-বাছাই করলে আমি পাবো দলীয় মনোনয়ন ইনশাআল্লাহ।
স্থানীয়দের মতে, হাবিবউল্লাহ সাধারণ মানুষের জনপ্রিয়তা অর্জন করায় আবারো শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় আছেন তিনি। অপরদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের একাধিকবার নির্বাচিত মেম্বার মো. ইমরান এলাকার মানুষের আস্থা অর্জনে বিভিন্ন কাজ করে যাচ্ছেন। সে সুবাদে তিনিও এবার দৌছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছাত্র রাজনীতি করে এই পর্যন্ত এসেছি তাই দল এবার আমাকে মনোনয়ন দেবে সেটা আমি আশাবাদী।
অন্যদিকে ২০ দলীয় জোট থেকে আবারো একক প্রার্থী হিসাবে মনোনয়ন পেতে যাচ্ছেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান রশিদ আহাম্মদ। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হবে। এ ইউনিয়নের পাহাড়ি-বাঙালির সেবা দিতে হাল ধরতে চান তিনি। সব মিলিয়ে এ ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগের রয়েছে দুই হেভিওয়েট প্রার্থী। একজন হচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ হাবিবউল্লাহ, অন্যজন হচ্ছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মো. ইমরান।
 এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা-জেলা আওয়ামী লীগ যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দেবে। তিনি আরো বলেন, এলাকার মানুষের পাশে যাকে সবচেয়ে বেশি পাওয়া যাবে ও এলাকার উন্নয়নে যে কাজ করবে এর উপর ভিত্তি করে এবার নৌকা প্রতীক দেবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর