বাংলারজমিন

মুন্সীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে

২০২১-০১-২৮

মুন্সীগঞ্জ সদরের ফিরিঙ্গিবাজারে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক মহসিন (৩২)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড  দিয়েছেন আদালত। গতকাল মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন। এ সময় ধর্ষক মহসিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। ধর্ষক মহসিন সদর উপজেলার রঘুরামপুর এলাকার মৃত আফতাব আলীর ছেলে।
রায়ে বলা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন/২০০৩) এর ৯(১) দণ্ডযোগ্য অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৭ সালের ২৯শে নভেম্বর মুন্সীগঞ্জের ফিরিঙ্গিবাজারে সকালে কারখানায় কর্মরত মায়ের কাছ থেকে বাসায় আসার পথে তুলে নিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ করে মহসিন। এ ঘটনায় পরদিন সদর থানায় শিশুর পিতা বাদী মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পরবর্তীতে পুলিশ মহসিনকে গ্রেপ্তারে করে কারাগারে প্রেরণ করে।         
            
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status