সৌরভের হৃদযন্ত্রে দুটি স্টেন্ট বসবে বৃহস্পতিবার, তত্ত্বাবধানে দেবী শেঠী(অডিও)
কলকাতা কথকতা
বিশেষ সংবাদদাতা, কলকাতা (১ মাস আগে) জানুয়ারি ২৭, ২০২১, বুধবার, ১১:৩৩ অপরাহ্ন
সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে দুটি স্টেন্ট বসবে বৃহস্পতিবার অ্যাপোলো হাসপাতালে। অ্যাপোলো এ ব্যাপারে রাত পর্যন্ত নীরব থাকলেও প্রথমবার তার শরীরে স্টেন্ট বসানোর ক্ষেত্রে যাদের ভূমিকা ছিল সেই উডল্যান্ডসের তিন চিকিৎসক, ডাঃ সপ্তর্ষি বসু, ডাঃ সরোজ মন্ডল এবং ডাঃ আফতাব আহমেদ যেহেতু থাকছেন এই স্টেন্ট ইমপ্লান্টেশনে, তাই উডল্যান্ড একটি বুলেটিন প্রকাশ করে জানিয়েছে ডাঃ দেবী শেঠীর তত্ত্বাবধানে সৌরভের শরীরে স্টেন্ট বসবে বৃহস্পতিবার।