× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন /ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করবো -তানিয়া আহমেদ

বিনোদন

এন আই বুলবুল
২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার

এক বছরের বেশি সময় পর ক্যামেরার সামনে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। গেল ১৯শে জানুয়ারি থেকে জিটিভির ‘অনন্যা’ অনুষ্ঠানের শুটিং করছেন তিনি। চলবে ২৮ তারিখ পর্যন্ত। গেল বছর পুরোটাই আমেরিকায় ছিলেন তানিয়া। করোনাভাইরাসের কারণে লকডাউনে সেখানে আটকা পড়েন তিনি। প্রায় ১৪ মাস আমেরিকায় থাকতে হয়েছে তাকে। কাজে ফিরে দারুণ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। তানিয়া বলেন, অনেক দিন পর কাজ শুরু করেছি।
করোনার কারণে সব পরিকল্পনা ভেস্তে গেছে। একটা বছর এভাবে কেটে যাবে ভাবিনি। তবে নতুন বছর আবার কাজ শুরু করলাম। কাজের মধ্য দিয়ে গেল বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করবো। অভিনেত্রী ‘অনন্যা’ অনুষ্ঠানটি নিয়েও কথা বলেন। তানিয়া বলেন, জিটিভি চালু হওয়ার পর থেকেই আমি এ অনুষ্ঠানটি উপস্থাপনা করে আসছি। দীর্ঘদিনের পথচলায় এ অনুষ্ঠানকে আমার নিজের সন্তানেরই মতোই অনুভূত হয়। গত কয়েক বছরে অনুষ্ঠানের আঙ্গিক কিছুটা বদলেছে। তবে মূল বিষয় যা ছিল তাই আছে। চলতি বছরে অভিনয় নিয়ে কী পরিকল্পনা করছেন? উত্তরে তিনি বলেন, অভিনয়ের জন্যও প্রস্তুতি নিচ্ছি। শিগগিরই সালাউদ্দিন লাভলুর পরিচালনায় সাত পর্বের একটি ঈদ ধারাবাহিকে অভিনয় করবো। এরইমধ্যে বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাবও পেয়েছি। ব্যাটে-বলে মিলে গেলে নতুন বিজ্ঞাপনেও দেখা যাবে। করোনার কারণে দীর্ঘ সময় আমেরিকায় আটকে ছিলেন। কি উপলব্ধি হলো? উত্তরে তিনি বলেন, করোনা কতটা ভয়ংকর এটি বলার অপেক্ষা রাখে না। আমাদের অনেকের পরিবারে করোনার ঝড় গেছে। অনেক কাছের মানুষকে করোনায় হারাতে হয়েছে। শোবিজের বেশ কজন গুনী মানুষকে গেল বছর আমরা হারিয়েছি। সত্যি বলতে, করোনা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে। এই শিক্ষা কাজে লাগাতে হবে। অভিনয়ের বাইরে নির্মাণও করেন। টিভি নাটকের বাইরে চলচ্চিত্রও পরিচালনা করেছেন। এ নিয়ে কী ভাবছেন? অভিনেত্রী বলেন, সবে তো কাজ শুরু করেছি। এছাড়া এখনো করোনার ভয় আমাদের আছে। সময় এবং পরিস্থিতি আরো ভালো হোক। তারপর এ নিয়ে ভাববো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর