× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ক্রিকেটের ভগবান থেকে আম্বানির কুকুর, সচিন সম্পর্কে ক্রোধ নেটিজেনদের

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ফেব্রুয়ারি ৫, ২০২১, শুক্রবার, ১০:৪৩ পূর্বাহ্ন

ঐক্যবদ্ধ ভারত, কৃষক বিদ্রোহ ভারতকে ক্ষুন্ন করতে পারবে না, ভারতে ক্রিকেটের ঈশ্বর সচিন টেন্ডুলকারকে এই একটি টুইট ঈশ্বরের আসন থেকে নামিয়ে আনলো। সোশ্যাল মিডিয়ায় সচিন, সৌরভ, বিরাট কোহলি, রোহিত শর্মা,  অনিল কুম্বলেদের বিজেপির দালাল বলে বর্ণনা করেছেন নেটিজেনরা। সব থেকে বেশি আক্রমণ ধাবিত হয়েছে সচিনের প্রতি। এক নেটিজেন লিখেছেন, সচিন ক্রিকেটের ভগবান থেকে আম্বানির কুকুরে পরিণত হয়েছেন। এই টুইটটিকে সমর্থন করেছেন অসংখ্য মানুষ। আর একজন লিখেছেন, সচিন ভুলে গেছেন যে, এই আন্দোলনরত কৃষকরা একসময় তার খেলা দেখতেন। আর একজন লিখেছেন সচিন যখন খেলতেন তখন বিদেশে উপহার পাওয়া একটা ফেরারি গাড়িকে করমুক্ত করে দিয়েছিলেন তদানীন্তন বিজেপি প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। সচিন এখন তার কৃতজ্ঞতা ফিরিয়ে দিচ্ছেন।
এক সচিন ভক্ত লিখেছেন পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের মাটিতে অধিনায়ক রাহুল দ্রাবিড় সচিনের ১৯৪ রানের সময় ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ায় খুব দুঃখ পেয়েছিলাম। এখন মনে হচ্ছে রাহুল সেদিন ঠিক কাজই করেছিলেন। নেটিজেনরা তাদের ক্ষোভের নিশানা করেছেন সচিন টেন্ডুলকারকে। সচিন সমর্থকরা কি বলেন সেটাই এখন দেখার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর