সময় নস্টকারি, ধনীদের খেলায় কোন "ঈশ্বর" থাকার কথা না। স্পন্সর, জুয়া আর মদের ব্যাপারটা না টানলাম।
এদের ঈশ্বর(!) চিন্তা এতো খেলো ও ঠুনকো যে এরা তাকে সারমেয় বানাতে ছাড়েনা। এক অর্থে ঠিক যে তিনি যাদের নৈতিক সমর্থন দিয়েছেন তারা নিজ দেশে ক্ষমতার দাপটে একটা ধর্মীয় সংখ্যা লগিষ্ঠ জনগোষ্টিকে অন্যায়ভাবে সারমেয়র মত তাড়া করছে। এটি মানুষ ঈশ্বরের( Anthropomorphism) কাজ হয় কিভাবে। Godly qualities থাকলে এমন নিষ্পেষনের বিরুদ্ধে রুখে দাড়াতেন।
মানুষ কখনো ঈশ্বর হতে পারে না, শচীন একজন সাধারণ মানুষ মাত্র আর কিছু না, ঈশ্বর একজন তিনি মহান আল্লাহ মানুষ কে বোঝার জন্য তৌফিক দান করুক
Before commenting, one should read Shachin's statement carefully.I think he is not against the farmers' movement rather he is against the outside interference of his country's internal affair. He is true patriot.
মানুষ কখনও ঈশ্বর হতে পারে না । সেটা খেলা কিংবা অন্য যেকোনো বিষয়ে । সচিন একজন মানুষ । তার ভুল আছে । তারপরও সচিন, সচিন _ই থাকবেন ।
Md Ashraful ALAM
১২ মার্চ ২০২১, শুক্রবার, ৭:৩১সচিন যে সাম্প্রদায়িক, তা তখনই বুঝা যেত। স্বল্পকালীন সময় ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন তিনি দুবার। প্রতিবারই তিনি আজহার উদ্দিনকে দল থেকে বহিষ্কার করেছিলেন। তখন তাঁর বিশাল ইমেজের জন্য সেটা আড়াল হয়ে যায়।