× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

লন্ডনের অবাক বাড়ি

রকমারি

নিজস্ব সংবাদদাতা
৭ ফেব্রুয়ারি ২০২১, রবিবার

চোখের পলক পড়ার পরই হয়তো আপনি একে মিস করবেন। আকারে এটি এতটাই সরু যে, একে সহজে নজরে রাখা যায় না। লন্ডনের সরু বাড়ি এখন সকলের মুখে মুখে। টাইমসের খবর অনুসারে, এই বাড়িটিকে দেখে মনে হতেই পারে এ আবার কেমন বাড়ি। কিন্তু মনে করার কিছুই নেই। শেফার্ড বুশ নামে এই বাড়িটির চাহিদা কিন্তু বেশ ভালই। মাত্র ৫ ফুট ৬ ইঞ্চির এই বাড়িটিকে এখন সকলে দেখতে আসছেন দল বেধে। এর বাজার দর বর্তমানে ১ দশমিক ৩ বিলিয়ন।
তবে কেন এই বাড়িটির আকার এমন। উত্তর হল, এটি কোনো এক সময়ে একটি দোকান ছিল। আর দোকানের মাথায় ছিল খাবারের জায়গা। পরবর্তীকালে এটি বিক্রি হয়ে যায়। তিনি এটিকে একটি বাড়ি হিসাবে তৈরি করতে শুরু করেন। তবে আশেপাশের বাড়ি থাকার কারনে একটি পাশে বাড়াতে না পেরে তারা এটিকে উচ্চতার দিকে নিয়ে যান। লন্ডনের রাস্তায় একে সকলে লন্ডন হিরো বলে ডাকে। এর সঙ্গে লন্ডনের ইতিহাসও জড়িয়ে রয়েছে। এই বাড়িতে থাকার, শোয়ার সব জিনিসই রয়েছে। এটি ক্রয় করে যে কেউ বহাল তবিয়তে থাকতেও পারেন। এর প্রথম তলায় রয়েছে, বেডরুম। দ্বিতীয় তলায় রয়েছে বাথরুম। তৃতীয় তলায় রয়েছে ফের একটি বড়সড় শোয়ার ঘর। কোনো কাপল এখানে ঘর ভাড়া করে আরাম করে থাকতে পারেন। সেখানে তাদের খুব একটা অসুবিধা হবে না। তবে যে এই বাড়িটিকে তৈরি করেছেন তার কারিগরি শিক্ষার তারিফ না করে থাকা যাবে না। তিনি এমনভাবেই এটি তৈরি করেছেন, যেখানে এটিকে দেখতে এখন মানুষের ভিড়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর