ভারত

কনকনে ঠাণ্ডা, জলস্রোত, টানেলে আটকে পড়া ৩৪ জনকে উদ্ধারের আশা কমছে

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২০২১-০২-১১

ইন্দো টিবেটিয়ান পুলিশ, ভারতীয় সেনাবাহিনী আর জাতীয় বিপর্যয় প্রতিরোধকারী দলের ৫০ জনকে নিয়ে যে টাস্ক ফোর্স তৈরি হয়েছে বৃহস্পতিবার সকালেও তারা আশা ছাড়তে নারাজ। উত্তরাখণ্ডের ভয়াবহ তুষারধসের পর ৪ দিন কেটে গেলেও তপোবন-বিষ্ণুগড় টানেলে আটকে পড়া ৩৪ জন শ্রমিককে উদ্ধার করতে তারা বদ্ধপরিকর। কনকনে ঠাণ্ডা, তাপমাত্রা প্রায় সাব জিরোতে, টানেলের মধ্যে জলস্রোত, ৩৪ জনকে জীবন্ত উদ্ধারের সম্ভাবনা ক্রমশ কমে আসছে।  উদ্ধারকারীরা অবশ্য এখনও হাল ছাড়েনি। তারা প্রায় দেড় কিলোমিটার এর বেশি লম্বা টানেলের ৭০ মিটার ভিতরে একটা বাইফার্কেটের  সন্ধান পেয়েছে। সেখান দিয়েই টানেলের আরও গভীরে প্রবেশ করার চেষ্টা করছে তারা। আটকে পড়া শ্রমিকদের স্বজনদের বুকফাটা আর্তনাদ মথিত করছে আকাশ বাতাস। আজ আরো দুটি মৃতদেহ আবিষ্কৃত হয়েছে টানেলের বাইরে পাহাড়ের খাজে। মোট উদ্ধার হওয়া মৃতদেহের সংখ্যা ৩৪। এখনও নিখোঁজ ১৭০ জন।  তপোবনের গ্রামগুলিতে কান পাতলে এখন শুধু হাহাকারের ধ্বনি। নৈঃশব্দও যেন বড় বেশি মুখর।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status