× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

উত্তরাখণ্ডে উদ্ধারকাজ ব্যাহত

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ফেব্রুয়ারি ১২, ২০২১, শুক্রবার, ৯:৩০ পূর্বাহ্ন

পাঁচদিনে পৌছালো ভয়াবহ তুষারধসে পড়া  উত্তরাখণ্ডের উদ্ধারকাজ, কিন্তু এখনও সন্ধান মিলল না ঋষিগঙ্গা হাইড্রো পাওয়ার প্রজেক্টের টানেলে আটকে পড়া ৩৪ জন শ্রমিকের।  যতই দিন যাচ্ছে ততই এদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত উদ্ধার কাজ দুবার ব্যাহত হয় হঠাৎ ঋষিগঙ্গা ও ধৌলিগঙ্গার পানির তোড় বেড়ে যাওয়ায়। টানেলের মধ্যে জলস্তর ২১ মিটারের বিপজ্জনক সীমা পেরিয়ে যাওয়ার পর জরুরি ভিত্তিতে এক্সকাভেটর, জেনারেটার সহ সব যন্ত্রপাতি সরিয়ে নিতে হয়। উদ্ধারকাজে ব্যাবহৃত ড্রোন গুলি জানিয়ে দেয় বেলা দুটো নাগাদ যে জলস্তর বিপজ্জনক সীমা ছাড়াচ্ছে। এরপর ৫০ জনের উদ্ধারকারী দল ও যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়।  ২ ঘন্টা পর জলস্তর কমলে আবার উদ্ধারকাজ শুরু হয়। তপোবন এলাকায় বৃহস্পতিবার আরো দুটো মৃতদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে। এখনও ১৬৮ জন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে প্রাণের স্পন্দন কতটুকু আছে সেটাই এখন সন্দেহ।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর