কলকাতা কথকতা
কলকাতা কথকতা
১১ মাস পর পশ্চিমবঙ্গে আবার খুললো স্কুলের দরজা
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-০২-১২
কোভিডের কারণে দীর্ঘ ১১ মাস স্কুলের ঝাঁপ বন্ধ থাকার পর শুক্রবার আবার তা খুললো। এদিন একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হলো স্বাস্থ্যবিধি মেনেই। ছাত্র- ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই জানালো যে, ঘরে বসে অনলাইন ক্লাস করতে করতে তারা ক্লান্ত। ক্লাসে এসে তাদের ভালো লাগছে। এদিন ছিল বামদের ডাকা বনধ। শিক্ষামন্ত্রী ডঃ পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, স্কুল খোলা থাকবে। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির হার ছিল প্রায় ১০০ শতাংশ। প্রাথমিকভাবে উঁচু ক্লাসের পঠন-পাঠন শুরু হলেও এরপর সব ক্লাসের জন্যই স্কুলের দরজা খোলা হবে। তবে, বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেলো, ক্লাসরুমগুলোর চেহারায় আমূল পরিবর্তন এসেছে। টানা বেঞ্চের বদলে সিঙ্গল ডেস্ক এর ব্যবস্থা হয়েছে। অনেক জায়গায় বসেছে স্যানিটাইজেশন ওয়াল। ছাত্রছাত্রীদের করোনা হলে তার দায় স্কুলের নয়, এই মর্মে মুচলেকাও দিতে হচ্ছে অভিভাবকদেরকে। তাতেও তাদের আপত্তি নেই।