কলকাতা কথকতা
কলকাতা কথকতা
নবান্ন অভিযানে আহত বাম যুব কর্মীর মৃত্যু, পরিকল্পিত খুনের অভিযোগ
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-০২-১৫
বামদের নবান্ন অভিযানে পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে কামাক স্ট্রিটের নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। সোমবার সকালে মৃত্যু হল বাঁকুড়ার কোতলপুরের বাসিন্দা মঈদুল ইসলাম মিদ্যার। তিনি ডি ওয়াই এফ আই এর সদস্য হিসেবে কদিন আগে নবান্ন অভিযানে অংশ নিয়েছিলেন। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে পুলিশের লাঠিতে জখম হন তিনি। সি পি এম নেতা ডা. ফুয়াদ হালিম অভিযোগ করেন, বেপরোয়া লাঠির ঘায়ে জর্জরিত মঈদুল এর কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিধানসভায় বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পরিকল্পিতভাবে খুন করেছে মঈদুল ইসলাম মিদ্যাকে।