× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বিজেপি নেতা, জল্পনা শুরু

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) ফেব্রুয়ারি ১৭, ২০২১, বুধবার, ৯:৩১ পূর্বাহ্ন

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর বাড়িতে সরস্বতী পুজোর সন্ধ্যায় এক বিজেপি নেতার আগমন উপলক্ষে জল্পনার পাখি ডানা  মেলেছে, তবে কি টলিউডের দাদা এবার গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন? মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির থিঙ্ক ট্যাংকের সদস্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় এর প্রাক্তনী অনির্বাণ গঙ্গোপাধ্যায় হঠাৎই প্রসেনজিতের  বালিগঞ্জ ফাঁড়ির বাড়িতে যান। অভিনেতাকে নিজের লেখা অমিত শাহের ওপর একটি বইও উপহার দেন। প্রায় আধ ঘণ্টা আলোচনা করেন দুজনে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ সেন্টারের ডিরেক্টরের প্রসেনজিতের বাড়িতে যাওয়া নিয়ে ঝড় ওঠে।  দিল্লি থেকে অনির্বান গঙ্গোপাধ্যায়কে বিজেপি পাঠিয়েছে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের বিজেপির ভাবাদর্শ সম্পর্কে পরিচিত করতে। তবে কি প্রসেনজিতের গেরুয়া শিবিরে যোগদান শুধু সময়ের অপেক্ষা? এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সম্পর্কিত অনুষ্ঠানে প্রসেনজিৎ হাজির ছিলেন। যদিও অভিনেতার পক্ষ থেকে  জানানো হয় যে তাঁকে এবং মমতাশঙ্করকে ডাকা হয়েছিল প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দিতে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর দূরত্বের কথা সর্বজনোচিত। বিজেপি কি সেই জায়গাটি নিতে চাইছে? প্রশ্ন একটাই, এতদিন রাজনীতি থেকে দূরে থাকা বুম্বা দা কি রাজনীতির মঞ্চে আসতে রাজি হবেন?।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর