কলকাতা কথকতা

কলকাতা কথকতা

তৃণমূল মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে বোমা, আহত মন্ত্রী জাকির হোসেন, আক্রান্ত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২০২১-০২-১৮

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিন যত এগিয়ে আসছে। রাজনৈতিক হিংসা ততই বাড়ছে। বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতায় কলকাতার ট্রেন ধরতে যাওয়ার সময় রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী, বিখ্যাত বিড়ি মার্চেন্ট জাকির হোসেনের গাড়ি লক্ষ্য করে বোমা বর্ষণে মন্ত্রী আহত হয়ে জঙ্গিপুর সদর হাসপাতালে ভর্তি। তিনি বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতাজি ইনডোরের সভায় যোগ দিতে আসার জন্যে তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরতে স্টেশন যাচ্ছিলেন। কলকাতার কাঁকুড়গাছি ফুলবাগান এলাকায় আক্রান্ত হয় শুভেন্দু অধিকারীর গাড়ির কনভয়। গুরুতর জখম হয়ে এ্যাপোলো হাসপাতালে ভর্তি বিজেপি নেতা শিবাজী সিংহরায়। তৃণমূল বিধায়ক পরেশ পাল আবার থানা ঘেরাও করেন শুভেন্দু অধিকারীর দেহরক্ষীরা তৃণমূল কর্মীদের আক্রমণ করেছে এই অভিযোগ জানিয়ে। অর্থাৎ হিংসা বেড়েই চলেছে ভোটের মুখে। পর্যবেক্ষকদের ধারণা, ক্রমশ হিংসা আরো বাড়বে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status