× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /রাজনীতি ছাড়তে চাইলেন চিরঞ্জীত, প্রসেনজিৎ আসছেন না, বিজেপিতে যশ, পাপিয়া, সৌমিলি

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) ফেব্রুয়ারি ১৮, ২০২১, বৃহস্পতিবার, ১১:১৩ পূর্বাহ্ন

রাজনীতি ছাড়তে চাইলেন অভিনেতা চিরঞ্জিত। বারাসাতের দু'বারের বিধায়ক চিরঞ্জিত তার এই ইচ্ছার কথা মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আজীবন মমতার অনুগামী থাকবেন বলে জানিয়ে চিরঞ্জিত বলেন, তিনি কখনো নরেন্দ্র মোদির অনুগামী ছিলেন না, হবেনও না। তিনি রাজনীতি থেকে অবসর নিতে চান। মামনি নামে একটি ছবির নির্দেশনা দিতে তিনি বেশি আগ্রহী। বলেন, এর আগে তিনি দুবার রাজনীতি ছাড়তে চেয়েছিলেন। কিন্তু, দুবারই মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুরোধে থেকে যান। বাংলা ছবির দাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন বিজেপি নেতা অনির্বান গঙ্গোপাধ্যায়ের তার বাড়িতে আসা নিয়ে তার বিজেপিতে যোগদানের যে গুঞ্জন উঠেছে তার কোনো ভিত্তি নেই।
বিজেপি কেন, কোনো রাজনৈতিক দলেই তিনি যাচ্ছেন না। অথিতিবৎসল বাঙালি হিসেবে টনি অনির্বান গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানিয়েছিলেন। সবার রাজনৈতিক আদর্শকে তিনি সম্মান করেন, কিন্তু তার নিজের আদর্শ আছে। যা তাকে অভিনয় ছাড়া আর কিছু শেখায়নি। সুই শীর্ষ অভিনেতার টানাপোড়েনের মধ্যে অভিনেতা যশ দাসগুপ্ত, অভিনেত্রী পাপিয়া অধিকারী ও সৌমিলি ঘোষ বিশ্বাস বিজেপিতে যোগ দিলেন। যশ ইদানিং তৃণমূল সাংসদ নুসরাতের প্রেমিক হিসেবে বহুল চর্চিত। যশ নলেন, বিজেপির তারুণ্যকে অগ্রাধিকার দেয়ার প্রবণতা তার ভালো লাগে। চলচ্চিত্র ও যাত্রা অভিনেত্রী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী পাপিয়া অধিকারী জানান, নতুন আদৰ্শ ও মতে তিনি বিশ্বাসী। সিলেবাসে নেই সিরিয়ালের অভিনেত্রী সৌমিলি জানান, নরেন্দ্র মোদির দেখানো পথ ধরে তিনি এগোতে চান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর