যা ছিল এতদিন গুঞ্জন আর জল্পনা। তাই এবার বাস্তবে রূপ নিল। স্ত্রী নুসরাতকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠালেন স্বামী নিখিল জৈন। পিছনে কি অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে সাংসদ অভিনেত্রী নুসরাতের সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনা? মুখ খুলতে চাননি রাঙ্গোলি শাড়ির মালিক নিখিল জৈন। বলেছেন, যা বলার তিনি পরে বলবেন। তবে, এই বিবাহ সম্পর্কের যে তিনি ইতি চান তা জানিয়েছেন নিখিল। নুসরাত-যশ এর একসঙ্গে রাজস্থানে ঘুরতে যাওয়া নিয়ে প্রথমে গুঞ্জন ছড়ায়। ততদিনে নিখিল জৈন এর বাড়ি ছেড়ে বালিগঞ্জে নিজেদের বাড়িতে থাকা শুরু করে দিয়েছেন নুসরাত। যশের সঙ্গে তাকে ইতিউতি দেখাও যাচ্ছে।
নিখিল জৈন এ বিষয়ে তার প্রতিক্রিয়া দেননি। বিচ্ছেদ হলে নিখিলকে মোটা টাকা গুনতে হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। কারণ, নুসরাতের ট্রাকরেকর্ড বলে এমনকি সম্পর্ক থেকে বেরিয়ে আসার সময়ও তিনি অতীতে মোটা টাকা দাবি করেছেন। যদিও এই তথ্য প্রমাণিত সত্য নয়।
Mohammed Abdul Momen
২৫ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১২:৩২কি দরকার ছিল নিজের জাতি-কুল ত্যাগ করে অন্য ধর্মের একজনকে মাথায় সিঁধুর পড়ে বিয়ে করে ? ২টা বৎসরওতো টিকলোনা।এখন কি করবে ?