মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বেইলি ব্রিজের তিনটি পাটাতন ধসে শমসেরনগর-কমলগঞ্জ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার ভোর ৬টা ৫০ মিনিটে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়সংলগ্ন খিন্নীছড়ার ওপরের স্টিল বেইলি ব্রিজের তিনটি পাটাতন খুলে এ ঘটনা ঘটে। জানা যায়, ভোরে কোনো ভারী যানবাহন পারাপারের সময় বেইলি ব্রিজের তিনটি পাটাতন খুলে যায়। গত এক বছর আগেও এই বেইলি ব্রিজের দুটি পাটাতন খুলে যায়। সেটি সংস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এলাকাবাসীর দাবি, এখানে স্থায়ীভাবে সিসি ঢালাই ব্রিজ নির্মাণ করতে হবে। ঘটনার পর থেকে শমসেরনগর-কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে সরাসরি সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দ্রুত মেরামতকারী একটি দল ঘটনাস্থলে যায়। বেইলি ব্রিজের খুলে যাওয়া পাটাতন নতুন করে স্থাপন করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হচ্ছে।
Anwarul Azam
২৩ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ৪:৩০আবারও বেইলি ব্রিজ।। আর কতকাল।