খেলা

পন্টিং, ধোনিকে টপকানোর সুযোগ কোহলির সামনে

স্পোর্টস ডেস্ক

২০২১-০২-২৩

টেস্টে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির দেখা পান বিরাট কোহলি। ২০১৯ সালে ইডেন গার্ডেনে সেটিই ছিল ভারতের প্রথম গোলাপি বলের টেস্ট। আগামীকাল (২৪শে ফেব্রুয়ারি) ইংল্যান্ডের বিপক্ষে ফের গোলাপি বলের ম্যাচে নামবে ভারত। এই ম্যাচে সেঞ্চুরি পেলেই এক অনন্য রেকর্ডের একক মালিক হবেন কোহলি।
অধিনায়ক হিসেবে ৪১টি আন্তর্জাতিক শতরানের মালিক বিরাট। রিকি পন্টিংয়ের সঙ্গে যুগ্ম ভাবে এই রেকর্ডের মালিক তিনি। একটি সেঞ্চুরি করতে পারলেই তিনি টপকে যাবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে।
যদিও ঘরের মাঠে প্রথম দুই টেস্টে ধারাবাহিক ব্যাটিং করতে পারেননি বিরাট কোহলি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে বিরাটের সংগ্রহ ১১ রান, দ্বিতীয় ইনিংসে করেন ৭২ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কোনো রান ছাড়াই মঈন আলীর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে ৬২ রান সংগ্রহ করেন।
শুধু সেঞ্চুরিরই নয়, আরও একটি রেকর্ডের হাতছানি কোহলির সামনে। মোতেরায় বুধবার থেকে শুরু হতে চলা গোলাপি বলের টেস্টে জিতলে ৪ ম্যাচের সিরিজে এগিয়ে যাওয়ার সঙ্গে ভারতীয় অধিনায়ক হিসেবে দেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ডও আসবে তাঁর ঝুলিতে। মহেন্দ্র সিং ধোনির দখলে ছিল দেশের মাটিতে ২১টি টেস্ট জয়ের রেকর্ড। তিনিই ছিলেন দেশের মাটিতে সব চেয়ে বেশি টেস্ট জয়ী অধিনায়ক। চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে ধোনির সঙ্গে এক মঞ্চে বসেন কোহালি। মোতেরায় ভারত জিতলে কোহলি টপকে যাবেন অগ্রজকে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status