মেক্সিকোর অপরাধ সিন্ডিকেটের প্রধান ও বিশ্বের সবথেকে শক্তিশালী ড্রাগ লর্ড হিসেবে পরিচিত হোয়াকিন গুজম্যান বা এল চ্যাপোর স্ত্রীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। হোয়াকিন গুজম্যান নিজেও যুক্তরাষ্ট্রের জেলে বন্দি রয়েছেন। আল-জাজিরার খবরে বলা হয়েছে, এল চ্যাপোর স্ত্রী এমা করোনেল আইসপুরো তার স্বামীর বিচারকার্যের সময় আদালতে নিয়মিত উপস্থিত থাকতেন। ৩১ বছর বয়সী এই নারীকে সোমবার নর্দার্ন ভার্জিনিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে হাজিরের কথা রয়েছে।
তার পক্ষে কোন আইনজীবী লড়বেন তা এখনো জানান যায়নি। এটি এখনো স্পষ্ট নয় যে করোনেল কেনো ওয়াশিংটন এসেছিলেন।
দু বছর আগে তার স্বামী এল চ্যাপোকে (৬৩) যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
Golam nabi
২৩ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ৭:১৬I think this is not right since there was no allegation against her earlier.