× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

খুলনায় বিএনপি’র মহাসমাবেশ সফলে ১২ উপ-কমিটি গঠন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২৪ ফেব্রুয়ারি ২০২১, বুধবার

আগামী ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য খুলনার মহাসমাবেশ সফল করতে খুলনা মহানগর ও জেলা বিএনপি’র সহ-সভাপতি, উপদেষ্টা ও সম্পাদকমণ্ডলীর সভায় ১২টি উপ-কমিটি গঠন করা হয়। মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে ডা. গাজী আব্দুল হক, মীর কায়সেদ আলী, ইকবাল হোসেন, শাহ্‌জালাল বাবলু, এডভোকেট জোয়ার্দার শফিকুল ইসলাম খোকন এবং আমীর এজাজ খানকে সদস্য সচিব করে অর্থ উপ-কমিটি; জাফরউল্লাহ খান সাচ্চুকে আহ্বায়ক ও মনিরুজ্জামান মন্টুকে সদস্য সচিব করে ব্যবস্থাপনা উপ-কমিটি, অধ্যক্ষ তরিকুল ইসলামকে আহ্বায়ক ও সিরাজুল হক নান্নুকে সদস্য সচিব করে মহানগর সাংগঠনিক এবং শেখ আব্দুর রশিদকে আহ্বায়ক ও মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করে জেলা সাংগঠনিক উপ-কমিটি, শেখ মোশাররফ হোসেনকে আহ্বায়ক ও শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে অভ্যর্থনা উপ-কমিটি। অন্যদিকে, সাহারুজ্জামান মোর্তুজাকে আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক শামীম কবির, আতাউর রহমান রুনু এবং আব্দুর রহিম বক্স দুদুকে সদস্য সচিব করে পরিবহন ও যোগাযোগ উপ-কমিটি, আবু হোসেন বাবুকে আহ্বায়ক ও ওয়াহিদুর রহমান রানাকে সদস্য সচিব করে জেলা প্রচার উপ-কমিটি ও আসাদুজ্জামান মুরাদকে আহ্বায়ক ও মাহবুবুর রহমান পিয়ারুকে সদস্য সচিব করে মহানগর প্রচার উপ-কমিটি, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপ-কমিটিতে স ম আব্দুর রহমানকে আহ্বায়ক এবং তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, শরিফুল ইসলাম বাবুকে যুগ্ম- আহ্বায়ক করা হয়। তাছাড়া অধ্যাপক আরিফুজ্জামান অপুকে আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান, শেখ আবু সাঈদ এবং নাজমুল হুদা চৌধুরী সাগরকে সদস্য সচিব করে আপ্যায়ন উপ-কমিটি, মোল্লা খায়রুল ইসলামকে আহ্বায়ক ও আজিজুল হাসান দুলুকে সদস্য সচিব করে আবাসন উপকমিটি,
সাংগঠনিক কমিটি (মহিলা) আহ্বায়ক সৈয়দা রেহেনা আক্তার, যুগ্ম- আহ্বায়ক আনজিরা খাতুন ও সদস্য সচিব আজিজা খানম এলিজা; শেখ সাদীকে আহ্বায়ক ও মিজানুর রহমান মিলটনকে সদস্য সচিব করে মিডিয়া উপ-কমিটি, মহিবুজ্জামান কচিকে আহ্বায়ক ও শামসুজ্জামান চঞ্চলকে সদস্য সচিব করে দপ্তর উপ-কমিটি গঠন করা হয়।
সভায় প্রতিটি উপজেলা, থানা, ওয়ার্ড, ইউনিয়নে প্রচারপত্র বিলি, পোস্টার লাগানো, হাটসভা, পথসভা ও উঠান বৈঠক করে ব্যাপক প্রচার-প্রচারনা চালানোর জন্য দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।

 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর