টেকনাফে র্যাবের সঙ্গে গোলাগুলিতে তিন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- জকির, হামিদ ও জহির। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শালবন এবং জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের কুখ্যাত ডাকাত জকির দলের গ্রুপের সঙ্গে র্যাব-১৫ এর একটি আভিযানিক দলের সঙ্গে আনুমানিক ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে পাহাড়ের ভিতর জকির ও তার সহযোগী ২ রোহিঙ্গার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ সময় র্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হয়। নিহত জকির ডাকাতের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ এবং মাদকসহ সর্বমোট ২০টির অধিক মামলা রয়েছে। ঘটনাস্থল হতে দু’টি পিস্তল, দু’টি বন্দুক এবং পাঁচটি ওয়ান শুটারসহ ২৫ রাউন্ড বন্দুক ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
nasir uddin
২৪ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ৩:০৫Let these kind of killings be stopped.