× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

জিরুদের গোলে কোয়ার্টারের পথে চেলসি

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২১, বুধবার

টানা তৃতীয় জয়হীন ম্যাচের স্বাদ পেলো স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগায় ছন্দ পতনের পর এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে চেলসির বিপক্ষে হারের তিক্ততা বরণ করলো দিয়েগো সিমিওনের দল। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটিতে ১-০ গোলের জয়ে কোয়ার্টারে এক পা দিয়ে রাখলো থমাস টুখেলের শিষ্যরা। জয়সূচক একমাত্র গোলটি করেন অলিভার জিরুদ।
১৫তম মিনিটেই গোল করার দারুণ সুযোগ পায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ডান দিক থেকে লুইস সুয়ারেজের পাসে ছুটে গিয়ে দূরের পোস্টে ঠিকমতো বলে পা ছোঁয়াতে পারেননি অ্যাটলেটিকোর ফরাসি মিডফিল্ডার তুমা লিমাঁ।
ম্যাচের ৬৪ শতাংশ বল দখলে রাখা চেলসির গোল করার সুবর্ণ সুযোগ আসে ৩৯তম মিনিটে। তবে টিমো ভেরনারের জোরালো শট ফিরিয়ে দেন অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাক।
৬৮তম মিনিটে অলিভার জিরুদের দারুণ গোলেই জয় পায় চেলসি। ডি-বক্সে অ্যাটলেটিকোর ডিফেন্ডার মারিও এরমেসোর পায়ে লেগে বল ওপরে ওঠার পর অসাধারণ ওভারহেড কিকে জাল খুঁজে নেন এই ফরাসি তারকা। অফসাইডের বাঁশি বাজালেও, ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পাল্টান রেফারি।
মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় ম্যাচটি হওয়ার কথা ছিল।
কিন্তু করোনাভাইরাসের প্রকোপ রোধে স্পেন সরকার ভ্রমণের ওপর বিধিনিষেধ জারি করায় ম্যাচ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে সরিয়ে নেয়া হয়।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচে হারলো অ্যাটলেটিকো। লা লীগায় গত রাউন্ডে লেভান্তের বিপক্ষে ২-০ গোলেল হারে তারা। লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও শেষ চার ম্যাচে তাদের জয় কেবল একটি।
আগামী ১৭ই মার্চ দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাটলেটিকোকে আতিথেয়তা দেবে চেলসি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর