বিশ্বজমিন

একটুর জন্য ১৭৮ মিলিয়ন পাউন্ডের লটারি হারলেন তরুণী

মানবজমিন ডেস্ক

২০২১-০২-২৪

একটুর জন্যে ইউরোমিলিয়ন লটারি জয়ী হতে পারলেন না বৃটেনের এক টিনেজার। তার টিকিটের সংখ্যাগুলো ছিল জয়ী নম্বর থেকে মাত্র এক ডিজিট দূরে। এক ডিজিট পার্থক্যের কারণে তিনি হারালেন ১৭৮ মিলিয়ন পাউন্ড। একটি মার্কেটে শিক্ষানবিশ হিসেবে কাজ করেন টায়লা অক্টেভ নামের (১৯) ওই টিনেজার। গত শুক্রবারের মেগা ড্র উপলক্ষে একটি টিকিট কিনেছিলেন তিনি। এখন তিনি তার দুর্ভাগ্যকে বিশ্বাস করতে পারছেন না।
এ নিয়ে টায়লা বলেন, আমি হতাশ হয়ে পরেছি। লটারি জেতা সহজ বিষয় নয়। তবে এতো কাছাকাছি গিয়ে না জিততে পেরে আমার মন ভেঙ্গে গেছে। প্রথমে আমি দেখলাম যে, আমি কিছুই জিতিনি। পরে টিকেটের নাম্বার মেলাতে গিয়ে বুঝতে পারলাম, মাত্র এক ডিজিট পার্থক্যের জন্য জয়ী হইনি আমি। এই অর্থ আমি পেলে তা আমার জীবন বদলে দিত।
তিনি আরো বলেন, আমি ভাবতে শুরু করেছিলাম এতো অর্থ পেলে আমি তা দিয়ে কি করবো! আমি অবশ্যই মালদ্বীপ যেতাম এবং সেখানে সমুদ্রের পাশে কোনো অবকাশ কেন্দ্রে সময় কাটাতাম। এছাড়া, আমি আমার বোন ও মায়ের জন্য বাড়ি কিনতাম।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status