বিনোদন

‘অপারেশন সুন্দরবন’র টিজার প্রকাশ

স্টাফ রিপোর্টার

২০২১-০২-২৫

রাজধানীর আর্মি গল্ফ ক্লাবে জমকালো আয়োজনে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার টিজার প্রকাশনা ও ওয়েবসাইট উদ্বোধন হলো গত মঙ্গলবার সন্ধ্যায়। উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তারকাবহুল সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়। অনুষ্ঠানে বেনজীর আহমেদ বলেন, এখন যেমন সুন্দরবনকে শান্ত ও নিবিড়ভাবে পাওয়া যায়, সেটা তেমন ছিল না। আমাদের ফোর্স ও অফিসাররা যে দুর্বিষহ কষ্টে জলদস্যু মুক্ত ও নিরাপদ করেছে, একসময় মানুষ হয়তো ভুলে যাবে। সেই ভাবনা থেকেই ছবিটি তৈরি। ২০১৯ সালের ২০শে ডিসেম্বর সাতক্ষীরার বুড়িগোয়ালিনী
এলাকায় শুটিং শুরু হয়েছিল ছবিটির। চলচ্চিত্রটিতে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকার উপকূলীয় অঞ্চলের জীবন, জীবিকা ও জীব বৈচিত্র্যকেও প্রাধান্য দেয়া হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। চলচ্চিত্রটির লভ্যাংশ ভিকটিমদের সহায়তা, সাবেক জলদস্যুদের পুনর্বাসনসহ উপকূলীয় অঞ্চলের জনকল্যাণে ব্যয় করা হবে। সিনেমাটি প্রযোজনা করেছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। ‘অপারেশন সুন্দরবন’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, রোশান ও নুসরাত ফারিয়া। আরো আছেন রিয়াজ, তাসকিন রহমান, দর্শনা বণিক, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, মনোজ প্রামাণিক, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status