বাংলারজমিন

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ আটক, গ্রেপ্তার ১

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

২০২১-০২-২৫

সিলেটের গোয়াইনঘাটে চোরাচালান এবং মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় কসমেটিক্স, ওষুধ, চা-পাতা জব্দ করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টায় গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহের নেতৃত্বে সারী-গোয়াইন সড়কের ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আব্দুল মহল এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় জব্দ করা হয় ৫টি ডিআই পিকআপ, চোরাচালান চক্রের ব্যবহৃত ১টি মোটরসাইকেল নং সিলেট-ল ১২-৩০৮০। এছাড়া একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তি হলো মুহিবুর রহমান (২৭)। তিনি উপজেলা ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের হুয়াউরা গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯ লাখ ৭ হাজার ২শ’ পিস প্যারাসিটামল ট্যাবলেট, ২ হাজার ৩৭৬ পিস রেডবল এনার্জি ড্রিংস, ৯শ’ কেজি চা-পাতা, ৪ হাজার ৬৮০ পিস জনসন বেবী ডায়পার, ৫৫০ পিস বেটনোবিট ক্রীম, ৮শ’ পিস কিটু স্ক্যালাপ, ১৮শ’ পিস স্কিন শাইন ক্রিম। এসব মালামালে আনুমানিক বাজার মূল্য ২৬ লাখ ৭২ হাজার ২১৬ টাকা।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status