× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সুন্দরবনে জেলের জালে ধরা পড়ল ৫ লাখ টাকার মেইদ মাছ

বাংলারজমিন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার

সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়ে পেশাদার মৎস্যজীবী আব্দুর রহীমের জালে ধরা পড়েছে একঝাঁক মেইদ মাছ। বৃহস্পতিবার ভোরের দিকে সুন্দরবনে মালঞ্চ নদীতে জাল পাতার কিছুক্ষণ পরে ধরা পড়ে ১১০টি মেইদ মাছ। প্রতিটি মাছের ওজন ৮/৯ কেজি। স্থানীয় কলবাড়ী বাজারে বিশিষ্ট মাছ ব্যবসায়ী আব্দুল হালিম ৫শত টাকা কেজি দরে ৫ লক্ষ টাকায় যাবতীয় মাছ কিনে নেন।
আব্দুর রহিম জানান, প্রায় ৩০ বছর ধরে সুন্দরবনে বিভিন্ন নদনদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছে। একসাথে এতগুলো মাছ আগে কখনও ধরা পড়েনি। মাছ বিক্রির টাকায় অভাবের সংসারে সচ্ছলতা ফিরে আসবে বলে তিনি জানান। মেইদ মাছ প্রধানত সামুদ্রিক মাছ।
দলবদ্ধভাবে গভীর পানিতে বিচরণ করে। সুস্বাদু ও প্রচুর আয়োডিন থাকায় এ মাছের চাহিদা অনেক বেশি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর