অনলাইন

নীতি বদলালো ভারত, শত্রু দমনে আঘাত হানবে প্রথমেই!

২০২১-০২-২৫

মেক্সিকোয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের নিয়ে আয়োজিত এক বৈঠকে বুধবার সংস্থাটিতে নিযুক্ত ভারতের সহকারী স্থায়ী প্রতিনিধি কে নাগরাজ নায়ডু জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অনুসরণ করা নীতি থেকে সরে আসছে নয়াদিল্লি। এতদিন সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের নীতি ছিল- আগে আক্রান্ত, পরে প্রত্যাঘাত। কিন্তু এখন প্রথম থেকেই আক্রমণাত্মক নীতি গ্রহণ করবে ভারত। এমনকি পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্ত পারের সন্ত্রাস ঠেকাতে প্রয়োজনে প্রথমে আঘাত হানার কৌশলও নেওয়া হতে পারে। ভারতীয় পত্রিকা হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়- ওই বৈঠকে পাকিস্তানের নাম না নিয়ে নাগরাজ বলেন, ‘তৃতীয় একটি দেশ থেকে যখন দেশহীনরা (নন স্টেট অ্যাক্টর) হামলা চালানোর প্রস্তুতি নেয়, তখন তার মোকাবিলা করাই আমাদের নীতি।’ যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে গৃহীত ১৩৬৮ (২০০১) এবং ১২৭৩ (২০০১) প্রস্তাবের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি, যেখানে সন্ত্রাস থেকে আত্মরক্ষার জন্য সংশ্লিষ্ট রাষ্ট্রকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অধিকারের কথা বলা হয়েছিল।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status