× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

উয়েফা ইউরোপা লীগ / শেষ ষোলোয় মুখোমুখি ম্যানইউ-এসি মিলান

খেলা

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২১, শনিবার

উয়েফা ইউরোপা লীগের শেষ ষোলোতেই ‘ফাইনালের’ আমেজ। গতকাল ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা আসরের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। কোয়ার্টার ফাইনালের আগেই বাদ পড়বে শিরোপা প্রত্যাশীর তালিকায় শুরুর দিকে থাকা এক দল। শেষ ষোলোতেই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে দারুণ ছন্দে থাকা ইতালিয়ান দল এসি মিলান।
১১ই মার্চ প্রথম লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানকে আতিথ্য দেবে ম্যানইউ। ইতালিয়ান সিরি আ’য় পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে মিলান। ইংলিশ প্রিমিয়ার লীগেও একই অবস্থানে ইউনাইটেড। এবারের ইউরোপা লীগের শেষ ষোলোর সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে পরিণত ম্যানইউ-মিলান দ্বৈরথ। ইউরোপা লীগে প্রথমবার মুখোমুখি হওয়ার অপেক্ষায় দু’দল।
এর আগে মুখোমুখি ১০ লড়াইয়ের সবকটিই চ্যাম্পিয়নস লীগে। ২০১০ সালে শেষবার এসি মিলানের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানইউ। সেটাও ছিলো শেষ ষোলোর লড়াই। দুই লেগেই মিলানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে রেড ডেভিলরা। এর আগের দশ লড়াইয়ে সমান পাঁচটি করে জয় ইউনাইটেড ও মিলানের।
শেষ ষোলোর লাইনআপ
ম্যানচেস্টার ইউনাইটেড-এসি মিলান
আর্সেনাল-অলিম্পিয়াকোস
টটেনহ্যাম-ডায়নামো জাগরেভ
আয়াক্স-ইয়ং বয়েজ
এএস রোমা-শাখতার দোনেৎস্ক
ভিয়ারিয়াল-ডায়নামো কিয়েভ
রেঞ্জার্স-স্লাভিয়া প্রাহা
গ্রানাডা-মল্ড এফকে


 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর