অনলাইন

মুশতাকের মৃত্যুর স্বচ্ছ তদন্ত চেয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর

তারিক চয়ন

২০২১-০২-২৭

কারাবন্দি লেখক মুশতাক আহমেদের কারাগারে রহস্যজনক মৃত্যুর ঘটনার স্বচ্ছ তদন্ত চেয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশগুলোর ঢাকায় কর্মরত ১৩ রাষ্ট্রদূতের এক যৌথ বিবৃতির পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই আহবান জানালো। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এর মুখপাত্র নেড প্রাইস এক অফিসিয়াল টুইট বার্তায় এ আহ্বান জানান।

টুইট বার্তায় ঢাকায় কর্মরত ১৩ রাষ্ট্রদূতের যৌথ বিবৃতিটি সংযুক্ত করে তিনি বলেনঃ

"কারাবন্দি অবস্থায় বাংলাদেশি লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে আমরা উদ্বিগ্ন, যিনি ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে আটক ছিলেন। আমরা বাংলাদেশ সরকারের কাছে ঘটনার স্বচ্ছ তদন্তের আহ্বান জানাচ্ছি এবং সকল দেশের প্রতি স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার সমুন্নত রাখতেও আহ্বান জানাচ্ছি।"
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status