অনলাইন

পল্লবীতে যুবককে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার

২০২১-০২-২৭

রাজধানীর পল্লবীতে শুক্রবার রাত ১০টার দিকে রিয়াজ (২৮) নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। আহত রিয়াজ বিহারিদের এফজি ক্যাম্পের বাসিন্দা পাপ্পু বাবুর্চির ছেলে।
রিয়াজের ছোট ভাই ফায়সাল জানান, গতকাল রাতে লালমাটিয়ার এক ব্যাক্তির সাথে বিয়ের অনুষ্ঠানে রান্নার বিষয়ে কথা বলতে যান রিয়াজ। ফেরার পথে মিরপুর ১১/সি নাভানা টাওয়ারের সামনে পৌছালে সবুজ বাংলার মাহবুব ও তার ছোট ভাই রজ্জবসহ ২০ থেকে ২৫ জন যুবক এসে রিয়াজকে বেধড়ক মারধর শুরু করে। এরপর হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মকভাবে জখন করে। গত কাল ভাইকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এসেছি।
এই বিষয়ে পল্লবী থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভোক্তভোগীর ছোট ভাই ফয়সাল।

 
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status