× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

বিরোধীরাও এখন নৈকট্য চায়

অনলাইন

মারুফ কামাল খান
(৩ বছর আগে) ফেব্রুয়ারি ২৮, ২০২১, রবিবার, ১১:২৯ পূর্বাহ্ন

আচ্ছা, এতো ঝুট-ঝামেলা না রেখে একদল করে ফেল্লেই তো ল্যাঠা চুকে যায়। শেখ সা'ব তো সেটাই করেছিলেন। এটাই তো উনার অন্তিম স্বপ্ন ছিল। তাই না? বিরোধী দল এতোদিন একটুখানি স্পেস চাইতো। এখন তারাও নৈকট্য চায়, কাছে পেতে চায়। 'আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে' গান গাইতে গাইতে সকল অহঙ্কার চোখের জলে ডুবিয়ে তারাও বরণমালা হাতে পথের পাশে দাঁড়িয়ে গেছে। আমাদের বর্তমান, আমাদের জীবন-জীবিকা, ইজ্জত-সম্মান, আমাদের যত অধিকার সব গোল্লায় যাক। ইতিহাস চর্চা ও চেতনার এগ্রিকালচার এখন খুব বেশি জরুরি হয়ে পড়েছে।
তাহলে আর দেরি কেন? একদল, একমঞ্চ বাহ্ কী সোন্দর গণতন্ত্র!
ইতিহাস কি আমাদের ক্ষমা করবে?
আরে মিঞা, গুল্লি মারেন ইতিহাসে। ওরে চাচা, আপন সব বাঁচা।

(লেখাটি মারুফ কামাল খানের ফেসবুক টাইমলাইন  থেকে নেয়া। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব)
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর