ঠিক বলেছেন। কি দরকার এই গনতন্ত্র। কি দরকার অপদার্থ বীরোধি রাজনৈতিক দলগুলোর। সবখানেই আ লীগের জয়গান। অফিস আদালত রাস্তা ঘাট সব এলাকায়। সবাই এক দল করে।উন্নয়ন হচ্ছে দাম বাড়ছে সবাই তো চুপচাপ আছে। সবাই খুশি। ধন্যে ধন্যে ,,,সকল দেশের সেরা।
নির্যাতিতের মুখেই যুগে যুগে সত্যের বানী বয়ে চলেছে, ক্ষমতার দম্ভ ক্ষমতাশালীদের জালেমে পরিণত করেছে; নমরুদ-ফেরআউনরাই তার উদাহরণ। এদেশেও ক্ষমতাশালীরা অন্যায়ের পাহাড় জমা করছে। দিনে দিনে একেকটা অন্যায়ের পাহাড় বড় থেকে আরো বড় হচ্ছে। মহান আল্লাহর কৃপা ছাড়া এ থেকে পরিত্রাণের আশা নাই।
Jamshed Patwari
২৮ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ৫:৫৮শক্তিশালী বিরোধী দলহীন একটি দেশে গণতন্ত্রের যে কি দশা হয় তার জলন্ত প্রমাণ বাংলাদেশ। এখন জোড়ে শোড়ে চেষ্টা চলছে বাইডেনকে কিভাবে আয়ত্তে আনা যায়। যাদের কথায় সরকারের সামান্য হলেও টনক নড়ে তার মধ্য একজন তো প্রতিনিয়ত এই অন্যায়কে ফুয়েলিং করেই যাচ্ছে। এখন বাইডেনকে বাগে আনতে পারলেই কেল্লা ফতে। এই অন্যায়ের পরিণতি নির্ধারণ করতেই যেন মহাব্যস্ত। সারা জীবন ক্ষমতায় থাকার স্বপ্নে বিভোর। যখন এই স্বপ্ন ভঙ্গ হবে তখন অনেক দেরী হয়ে যাবে। ইতিহাস তা-ই বলে।